প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ১০:৩৮ এএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ১০:৫৩ এএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে একটি মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি শাহজাহানপুরের বাসায় দুটি ককটেল নিক্ষেপ করে।
আফরোজা আব্বাসের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অন্যটি অবিস্ফোরিত থাকে। এ সময় বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বাসার নিরাপত্তাকর্মীরা এগিয়ে গেলে মোটরসাইকেল নিয়ে দুজন পালিয়ে যায়। এ সময় নিরাপত্তাকর্মীরা বাসার গেটের সামনে ছয়-সাত জন পুলিশকে বহন করা তিন-চারটি মোটরসাইকেল অবস্থান করতে দেখেন।