প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ২২:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে মিছিলটি হয়।
মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী। তিনি বলেন, অথর্ব নির্বাচন কমিশন একতরফা তফসিল ঘোষণার মাধ্যমে উত্তপ্ত রাজপথে পেট্রোল ঢেলে দিয়েছে। গণবিরোধী এ তফসিল জনগণ প্রত্যাখান করেছে। জনগণ এ অবৈধ তফসিল মানে না।
দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, নগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন, সেক্রেটারি ডা. শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়তুল্লাহ প্রমুখ।
ঝড়-বৃষ্টির মধ্যেই সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম, পল্টন মোড়, বিজয়নগর পানির ট্রাংকি ঘুরে হাউজ বিল্ডিং চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য ও মুনাজাতের মাধ্যমে শেষ হয়।
তফসিল ঘোষণার প্রতিবাদে আজ শনিবার বিকাল ৩টায় ফের বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে দলটি।