× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনলাইনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া যাবে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ২২:০৯ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩ ২২:২৫ পিএম

অনলাইনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া যাবে

আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে শনিবার (১৮ নভেম্বর)। দলটির মনোয়ন ফরম অনলাইনে ও স্বশীরে কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগ্রহ করা হবে। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকাল ৪টা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে।

শুক্রবার (১৭ নভেম্বর) আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, স্বশীরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রশাসনিক বিভাগের নির্দিষ্ট বুথে মনোনয়ন ফরম সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে। কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে। আর নিচ তলায় সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হবে। 

মনোনয়ন ফরম অনলাইনে পূরণ ও জমা দেওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে ‘স্মার্ট নমিনেশন অ্যাপ’ নামে একটি অ্যাপ চালু করা হয়েছে। গুগল প্লে-স্টোর অথবা আইওএস অ্যাপ-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এছাড়া nomination.albd.org ওয়েবসাইট থেকে অনলাইনে মনোনয়ন ফরম পূরণ করে জমা দেওয়া যাবে। অনলাইনে ফরম পূরণ ও জমা দেওয়ার ক্ষেত্রে প্রথমেই অ্যাপ অথবা ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগইন করে নিয়মানুযায়ী ইলেক্ট্রনিক পদ্ধতিতে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে মনোনয়ন ফরম পূরণ ও জমা দেওয়া যাবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের অতিরিক্ত লোকসমাগম এড়িয়ে প্রার্থী নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে স্বশীরে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা প্রদান করতে বলা হয়েছে। ফরম সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপির ওপর নির্বাচনী এলাকা, মোবাইল নম্বর ও সাংগঠনিক পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা