× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনে টিম গঠন করতে যে নির্দেশনা দিল ছাত্রলীগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ২১:৩৯ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩ ২১:৫০ পিএম

নির্বাচনে টিম গঠন করতে যে নির্দেশনা দিল ছাত্রলীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রত্যেক আসনে কেন্দ্রভিত্তিক টিম গঠন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

শুক্রবার (১৭ নভেম্বর) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রভিত্তিক টিম গঠনে ছয়টি বিবেচ্য বিষয় উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, প্রত্যেক টিমে সদস্য সংখ্যা হবে ২০ জন। সদস্যদের উক্ত কেন্দ্রের ভোটার হতে হবে। সদস্যদের নাম, পদবি/পরিচয়, ঠিকানা, মোবাইল নম্বর দপ্তর সেল নির্ধারিত ফরমে সন্নিবেশ করতে হবে। টিম গঠন করে তা দপ্তর সেলে স্বশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে। সংশ্লিষ্ট জেলা/মহানগরে গঠিত টিমগুলোকে কেন্দ্রের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হবে।

টিম গঠনের সর্বশেষ সময়সীমা ২৬ নভেম্বর পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে। সর্বোচ্চ সাংগঠনিক সক্ষমতা ও গুরুত্ব প্রদানের মাধ্যমে উল্লিখিত কেন্দ্রভিত্তিক টিম গঠন করে তা নির্ধারিত সময়ের মধ্যে দপ্তর সেলে জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট জেলা ও মহানগর ইউনিটের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করে দেশ ও মানুষের স্বপ্ন, আশা ও আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে অক্লান্ত, অবিরত, অকুতোভয় হয়ে আত্মনিয়োগ করতে হবে। বাংলার মানুষ, ছাত্রসমাজ, তরুণ প্রজন্ম ও নবীন ভোটার– তাদের জীবন, কর্ম, নিরাপত্তা, মর্যাদা, সম্পদ, সমৃদ্ধি ও স্বাধীনতার স্থায়ী ঠিকানা খুঁজে পায় অপ্রতিরোধ্য, উন্নত ও আত্মমর্যাদাশীল বাংলাদেশের প্রতীক, বাঙালির ভোটাধিকার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার রক্ষাকবচ, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন শেখ হাসিনার মাঝে। তাই তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সকল অপশক্তির বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানোর শপথে বলীয়ান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সাধারণ জনতা, ছাত্রসমাজ, তরুণ প্রজন্ম ও নবীন ভোটারের এই পবিত্র শপথ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী শহীদের রক্তস্নাত সংগঠন ছাত্রলীগ। সে লক্ষ্যে প্রতিটি জেলা ও মহানগর ইউনিটকে কেন্দ্রভিত্তিক টিম গঠনের নির্দেশনা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা