× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একতরফা তফসিলে সংকট ঘনীভূত হবে : খেলাফত মজলিস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ২১:০৬ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩ ২১:৪৫ পিএম

বিজয়নগর পানি ট্যাংকির সামনের রাস্তায় বিক্ষোভ-মিছিলপূর্ব সমাবেশ করেছে খেলাফত মজলিস। প্রবা ফটো

বিজয়নগর পানি ট্যাংকির সামনের রাস্তায় বিক্ষোভ-মিছিলপূর্ব সমাবেশ করেছে খেলাফত মজলিস। প্রবা ফটো

একতরফা তফসিল ঘোষণা করায় দেশের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে বলে দাবি করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। শুক্রবার (১৭ নভেম্বর) জুমার নামাজের পর বিজয়নগর পানির ট্যাংকির সামনের রাস্তায় বিক্ষোভ-মিছিল-পূর্ব এক সমাবেশে এ কথা বলেন তিনি। একতরফা নির্বাচনী তফসিল বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে এ সমাবেশ হয়। 

আবদুল বাছিত আজাদ বলেন, ’একতরফা নির্বাচনের তফসিলের কারণে দেশের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে। দেশবাসী মনে করে বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এ সরকারের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচন এবং ২০১৮ সালের নৈশভোটের নির্বাচন তারই প্রমাণ।’

তিনি বলেন, ’দেশবাসীর দাবি ছিল দল-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু সরকার গণদাবি উপেক্ষা করে আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়। সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ক্ষমতাসীনদের পরিকল্পনা বাস্তবায়নে লিপ্ত। বর্তমান নির্বাচন কমিশন আগেই ব্যর্থ হয়েছে। এখন বিরাজমান সংঘাত, সহিংসতা বৃদ্ধিসহ উদ্ভূত পরিস্থিতির দায় সরকার ও নির্বাচন কমিশনকেই বহন করতে হবে।’

সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাইফুদ্দিন আহমদ খন্দকার, দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল হোসাইন সমাবেশে ছিলেন। তা ছাড়া সংগঠনটির অন্য নেতাদের মধ্যে ছিলেন আহমদ আলী কাসেমী, জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক আবদুল জলিল, শেখ মুহাম্মদ সালাহ উদিদ্দন, ডা. রিফাত হোসেন মালিক, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, খন্দকার সাহাবউদ্দিন আহমদ, আজিজুল হক, বিলাল আহমদ চৌধুরী, ইলিয়াস আহমদ, প্রভাষক মুহাম্মদ আবদুল করিম, মুহাম্মদ আবুল কালাম, আমীর আলী হাওলাদার, হাফেজ কবির আহমদ, এইচএম এরশাদ, এনামুল হক হাসান, মুজিবুল হক, বশির উল্লাহ মতিউর রহমান, কেএম ইমরান হোসাইন, আবুল হোসাইন, কাজী আরিফু রহমান, হুমায়ুন কবির আজাদ, মুফতি সাইফুল হক প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা