প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ২০:৩৫ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩ ২১:১৩ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তফসিল ঘোষণা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের প্রতি প্রশ্ন রেখে বলেছেন, যখন তফসিল ঘোষণা করলেন, তখন ভোটের সময়টাও বলে দেওয়া দরকার ছিল, সেটা নিশিরাতে হবে, নাকি দিনের বেলায়, এটাও বলে দিতেন।
শুক্রবার (১৭ নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতনের চিত্র তুলে ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, ’’সরকার দেশে ‘ফেরাউনের রাজত্ব’ কায়েম করেছে।’’
তিনি আরও বলেন, ’শেখ হাসিনা আওয়ামী ফ্যাসিজম প্রতিষ্ঠার ছক ও বিন্যাস ধরে এগোচ্ছেন। সুষ্ঠু নির্বাচনের দাবি তোলা মাত্রই রক্ত ঝরানো হচ্ছে গণতন্ত্রকামী মানুষদের। বাংলাদেশের গণতন্ত্রকামী জনগোষ্ঠী এখন শেখ হাসিনার বুলেটের টার্গেট। দেশে গণতন্ত্র এখন মৃত। বারবার গণতন্ত্রকে হত্যা করা আওয়ামী লীগের নিজস্ব শৈলী।’
দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের বিবরণ দিয়ে রিজভী বলেন, ’তিনি (শেখ হাসিনা) যে ফেরাউনের রাজত্ব কায়েম করেছেন… এটাই তার প্রমাণ, তার (সরকার) পতন হবেই।’
রিজভী দাবি করেন, ’প্রধান নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থরক্ষা না করে শেখ হাসিনার কাছেই আত্মসমর্পণ করে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।’
রিজভী বলেন, ’একতরফা নির্বাচনকে প্রতিহত করতে জনগন প্রাণ হাতে নিয়ে সংগ্রাম করছে। জনগণের ক্ষমতা ও অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলন সকল স্বৈরচারীর জন্য হবে সর্তকবার্তা। দেড় দশক ধরে রাজনৈতিক সংকট এখন চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে।’
বিএনপির এই নেতা বলেন, ’আওয়ামী লীগকে শনির দশায় পেয়েছে। জনসমর্থনে তাদের হাল শূন্যের কোঠায়। ওরা ক্ষমতার নেশায় বুঁদ হয়ে রক্তাক্ত তাণ্ডব শুরু করেছে। বিএনপি নেতাকর্মীরা পাইকারি হারে গ্রেপ্তারের শিকার। তাদের ধরতে না পারলে গ্রেপ্তার হচ্ছেন বাবা, শ্বশুর, ছোট ভাই এমনকি বাড়ির মেয়েরা পর্যন্ত।’
বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের জন্য স্থানীয় আওয়ামী লীগের সদস্যরা ‘উস্কানি’ দিচ্ছে বলে অভিযোগও করেন তিনি।
এ সময় তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৯৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে ১ হাজার ৬৫ জনের অধিক নেতাকর্মীকে।’