প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১৬:২৫ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ২২:১৬ পিএম
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়। ফাইল ছবি
নির্বাচন কমিশন কর্তৃক ‘এক তরফা’ তফসিল ঘোষণার পর নতুন কৌশল ও কর্মসূচি যুক্ত হতে চলেছে বিএনপির রাজপথের আন্দোলনে। এ পর্যায়ে দলটির নীতিনির্ধারকরা মনে করছেন, সরকারকে সর্বাত্মকভাবে প্রত্যাখ্যান ও অচল করার পথে এগোতে হবে; তাই হরতালের মতো কর্মসূচিকে অপরিহার্য মনে করছেন তারা। এই পরিকল্পনার অংশ হিসেবে ইসি ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে প্রত্যাখ্যান করে সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। প্রয়োজনে লাগাতার হরতাল কর্মসূচি দেওয়ার চিন্তাভাবনাও রয়েছে এ দলে। পাশাপাশি সরকার নিজে থেকে উদ্যোগ নিলে সংলাপে অংশগ্রহণের ব্যাপারেও ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে দলটির নীতিনির্ধারকদের মধ্যে। তবে সেক্ষেত্রেও দলটি রাজপথের আন্দোলন থেকে সরবে না। বিএনপির মিত্র ও সমমনা দলগুলোও একই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে আগামী রবি ও সোমবার ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করেছেন। বিএনপির মিত্র দলগুলোও একই কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়া বৃহস্পতিবার বিএনপি ঢাকাসহ সারা দেশে তফসিল ঘোষণার প্রতিবাদে বিক্ষোভও করেছে।
বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাজার হাজার নেতাকর্মীর মুক্তি ও তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে ঢাকাসহ দেশব্যাপী আগামী রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করছি।
বৃহস্পতিবার বৃহস্পতিবার বিকালে রাজধানীতে আলাদাভাবে বিক্ষোভ মিছিল করে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট এবং গণঅধিকার পরিষদের দুটি অংশও ১৯ ও ২০ নভেম্বর সারা দেশে সর্বাত্মক হরতালের কর্মসূচি ঘোষণা করে। এর আগে গত বুধবার ১৯ ও ২০ নভেম্বর হরতাল ঘোষণা করে লেবার পার্টি। প্রসঙ্গত, সরকার পদত্যাগের এক দফা দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি আজ শুক্রবার সকাল ৬টায় শেষ হচ্ছে।
অবরোধের দ্বিতীয় দিন রাজধানীতে বিক্ষোভ
‘এক তরফা’ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিএনপিসহ সমমনা জোটগুলো। বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালে বিএনপি রামপুরা, মালিবাগ, ওয়ারী ও মতিঝিলে এবং জাতীয়তাবাদী ছাত্রদল সায়েদাবাদ ও সেগুনবাগিচা মোড়ে ‘ঝটিকা মিছিল’ করে। গণতন্ত্র মঞ্চ ও গণঅধিকার পরিষদ বিজয়নগর সড়কে এবং এলডিপি ও বাম গণতান্ত্রিক জোট পুরানা পল্টন সড়কে মিছিল বের করে।
বিএনপি : নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বৃহস্পতিবার আগের মতোই তালাবদ্ধ ছিল। কেন্দ্রীয় কার্যালয়ের দুই পাশে সারিবদ্ধভাবে পুলিশ সদস্যদের পাহারায় থাকতে দেখা গেছে। গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার পর বিএনপি কার্যালয়ে তালা দেওয়া হয়।
গণতন্ত্র মঞ্চ : বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা বিজয়নগরের পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। এরপর মিছিলটি আবারও পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সভাপতিত্বে এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশের পরিচালনায় এ সমাবেশে বক্তৃতা দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোফাক্কারুল ইসলাম নবাব, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন প্রমুখ।
১২ দলীয় জোট : বৃহস্পতিবার দুপুরে বিজয়নগর সড়কে মিছিল করে আল-রাজি কমপ্লেক্সের সামনে সমাবেশ করে ১২ দলীয় জোট। সমাবেশে নেতারা বলেন, ‘আওয়ামী লীগ সরকার এক তরফা নির্বাচনের তফসিল ঘোষণা করে দেশকে নৈরাজ্যকর পরিবেশের দিকে ঠেলে দিয়েছে। আমাদের আন্দোলন চলবে, এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’
সমাবেশে জাতীয় পার্টির (কাজী জাফর) নওয়াব আলী আব্বাস খান, বিএলডিপির শাহাদাত হোসেন, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মহিউদ্দিন ইকরাম, কল্যাণ পার্টির আবদুল আউয়াল মামুন, জাগপার ইকবাল হোসেন, জাতীয় দলের শামসুল আহাদ, ইসলামী ঐক্যজোটের ইলিয়াস রেজা প্রমুখ বক্তৃতা দেন।
এলডিপি : এদিন দুপুরে কাকরাইলে নাইটিঙ্গেল রেস্তোরাঁর মোড় থেকে বিজয়নগর পর্যন্ত মিছিল করে এলডিপি। এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামুল বশির বলেন, ‘এই এক তরফা তফসিল ঘোষণা জনগণের সঙ্গে প্রতারণার নামান্তর। এই ফ্যাসিস্ট সরকারের পতন অনিবার্য।’ এ মিছিলে গণতান্ত্রিক মহিলা দল, গণতান্ত্রিক যুবদল, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর এলডিপির নেতাকর্মীরা অংশ নেন।
গণঅধিকার পরিষদ : এক তরফা নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে ফকিরাপুল পানির ট্যাংকির কাছ থেকে বিজয়নগর হয়ে নয়াপল্টন সড়ক দিয়ে নুরুল হক নুরের নেতৃত্বে মিছিল করে এ সংগঠনের একটি অংশ। ফকিরাপুল কালভার্ট রোডে মিছিল করে গণঅধিকার পরিষদের আরেকটি অংশ। এতে দলটির সদস্য ফারুক হাসানসহ অন্য নেতারা অংশ নেন।
অর্ধদিবস হরতাল বাম জোটের
এক তরফা তফসিল ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত ঢাকাসহ সারা দেশে অর্ধদিবস হরতাল পালন করে বাম গণতান্ত্রিক জোট।
হরতাল চলার সময় বৃহস্পতিবার পুরানা পল্টন মোড়ে সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট। পরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক দিয়ে মিছিল করে। বাম জোটের সমন্বয়ক জোটের সমন্বয়ক বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ, বাসদের (মার্ক্সবাদ) সমন্বয়ক মাসুদ রানা প্রমুখ এ মিছিলে অংশ নেন।