তফসিল ঘোষণার প্রতিবাদ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১৩:৩৭ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ১৩:৫৬ পিএম
তফসিলের প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল। প্রবা ফটো
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলের প্রতিবাদে ১৯ ও ২০ নভেম্বর (রবি ও সোমবার) সারা দেশে সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় তফসিলের প্রতিবাদে মিছিল শেষে কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি নুরুল হক নুর।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ জানান, ‘তফসিল প্রত্যাখ্যান করে এবং অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আগামী রবি ও সোমবার ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করেছে।’