প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১৩:২৭ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ১৩:৪৯ পিএম
বিএনপিসহ সব দলকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সকলকে আহ্বান জানাব সময় আছে নির্বাচনে অংশ নিন, সরকারি দল হিসেবে অনুরোধ জানাচ্ছি।’
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে অংশ নিতে কারও জন্য বাধা নেই। কারও জন্য ইলেকশনের দরজা বন্ধ হয়নি। এমনকি বিএনপিকেও স্বাগত জানাই। কাউকে নির্বাচনের জন্য নিরুৎসাহ করব না।’
সংলাপ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের আহ্বানের বিষয়ে তিনি বলেন, ‘ওনার (কাজী হাবিবুল আউয়াল) জায়গা থেকে এ ধরনের আহ্বান জানানোটা খুবই স্বাভাবিক। তবে তফসিল ঘোষণার পর দলগুলো নিজেদের মধ্যে সংলাপ করবে কি না- এটা তাদের বিষয়।’
আগামীকাল আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক হবে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘এই বৈঠক থেকে নির্বাচনসংক্রান্ত উপকমিটিগুলো গঠন করার পাশাপাশি নির্বাচন ফরম বিক্রির প্রক্রিয়া উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
এদিকে আওয়ামী লীগকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু যে চিঠি দিয়েছেন, আগামী দুয়েক দিনের মধ্যে সে চিঠির জবাব দেওয়া হবে জানান ওবায়দুল কাদের।