প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১৩:১৬ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ১৩:৫৪ পিএম
সতর্ক অবস্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রবা ফটো
বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফা অবরোধের দ্বিতীয় দিনে সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অবরোধের প্রতিবাদে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় ও মহানগর নেতারা অবস্থান করেছেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে দেখা যায়।
এ সময় নেতাকর্মীরা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে সবাইকে আহ্বান জানায়। ‘৭ তারিখ সারা দিন নৌকা মার্কায় ভোট দিন’ বলে স্লোগান দিতে দেখা যায়। নির্বাচনকে ঘিরে তাদের মধ্যে উৎসাহ ও উৎসবের আমেজ দেখা গেছে।
অবস্থান কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল, মো. মিরাজ হোসেন, মহিউদ্দিন আহমেদ মহি, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. মোহাম্মদ জগলুল কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।
সকাল থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে কেন্দ্রীয় কার্যালয়ে অবরোধের প্রতিবাদে আসতে দেখা গেছে।
এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ সতর্ক অবস্থানে অংশ নিয়েছেন।