প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১২:৫৩ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ১৩:০২ পিএম
তফসিল বাতিলের দাবিতে রাজধানীতে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। প্রবা ফটো
তফসিল বাতিলের দাবিতে এবং পঞ্চম দফা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন স্থানে পিকেটিং করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচা শিল্পকলা একাডেমি গেট থেকে শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে মৎস্য ভবনের দিকে যান। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব।
এ সময় তারা তফসিলের বিরুদ্ধে ও অবরোধের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি শিল্পকলা একাডেমি সংলগ্ন চৌরাস্তায় গিয়ে তারা সড়ক অবরোধ করেন।
মিছিলে যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহসাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, জ্যেষ্ঠ সহসভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ্ ও মাহাবুব আলম শাহিন, ঢাবির অমর একুশে হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আলফি লাম, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের প্রচার সম্পাদক মনোয়ার হোসেন প্রান্ত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মহিউদ্দিন রুবেল, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি শাহাদাত হোসেন মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়াইব আহমেদ সজীব, তিতুমীর কলেজ ছাত্রদলের সহসভাপতি সেলিম রেজা, সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি কাজী মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, যুগ্ম সম্পাদক মো. আকরাম হোসেন টোটন, সহসাধারণ সম্পাদক আনিছুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মিমনুর রহমান, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম, তিতুমীর কলেজ ছাত্রদলের ছাত্রনেতা লিমন আহম্মেদসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।