× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৮ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিক্রি করবে তৃণমূল বিএনপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১২:৩২ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ১৩:০৯ পিএম

১৮ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিক্রি করবে তৃণমূল বিএনপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা তফসিলের আগেই দিয়েছিল তৃণমূল বিএনপি। একই সঙ্গে দলটির চেয়ারপারসন জানিয়েছিলেন, ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা থাকবে তাদের। তফসিল ঘোষণার পরদিন এবার দলটি জানাল, আগামী ১৮ নভেম্বর থেকে তৃণমূল বিএনপি তাদের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিক্রিয়ায় রাজধানীর গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মবিন চৌধুরী এ কথা জানান।

তফসিলকে স্বাগত জানিয়ে লিখিত বক্তব্যে শমশের মবিন বলেন, ‘গতকাল বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই তফসিল ঘোষণা করা হয়েছে। তৃণমূল বিএনপির পক্ষ থেকে আমরা এই তফসিলকে স্বাগত জানাই এবং নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই। একই সঙ্গে আমরা বলতে চাই যে, তৃণমূল বিএনপি একটি নির্বাচনমুখী দল। আমরা দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের আশা এবং প্রত্যাশা দ্বাদশ সংসদীয় নির্বাচন শান্তিপূর্ণ হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে। একই সঙ্গে এই নির্বাচনের জন্য সব প্রার্থী, ভোটারদের এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে। আমাদের এটাও দাবি- সব পর্যায়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। নির্বাচন কমিশন যেন তাদের ওপর সাংবিধানিকভাবে প্রদত্ত আইনি ক্ষমতা সম্পূর্ণভাবে এবং অক্ষরে অক্ষরে নিরপেক্ষভাবে পালন করবে।’

সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৃণমূল বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আমরা ইসির ডাকা সংলাপে অংশগ্রহণ করে বস্তুনিষ্ঠ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছি। তারা নির্বাচনকে অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা নির্বাচনমুখী দল, আমারা ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করব।’

শমশের মবিন সংবাদ সম্মেলনে জানান, আগামী ১৮ নভেম্বর তার দল মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু করবে। মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। দলটির মনোনয়ন বোর্ড ২১, ২২ ও ২৩ নভেম্বর মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎ নেবে এবং মনোনয়ন চূড়ান্ত করবে।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির নির্বাহী চেয়ারপারসন অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা, মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা