তফসিল ঘোষণার প্রতিবাদ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩ ১৯:১২ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩ ১৯:৩৬ পিএম
লেবার পার্টির বিক্ষোভ মিছিল। প্রবা ফটো
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলের প্রতিবাদে ১৯ ও ২০ নভেম্বর (রবি ও সোমবার) সারা দেশে সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করেছে।
বুধবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় পুরানা পল্টনে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেন লেবার পার্টি চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
তিনি বলেন, ’আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য, দুঃশাসন, লুটপাট ও অর্থপাচার বন্ধে জনগণ রাজপথে শান্তিপূর্ণ অহিংস কর্মসূচি পালন করছে এবং করবে।’
শেখ হাসিনার অধীনে নির্বাচন নিরপেক্ষ, অবাধ ও শান্তিপূর্ণ হওয়া সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, ’নির্বাচন কমিশন ঘোষিত তফসিল দেশপ্রেমিক জনগণ ও রাজনৈতিক দলগুলো প্রত্যাখান করেছে।’
মহানগর লেবার পার্টির সহসভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ইউসুফ আলী, অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোহাম্মদ রুম্মান সিকদার, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, অর্থ সম্পাদক রাসেল সিকদার, কেন্দ্রীয় সদস্য মো. শওকত হোসেন, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন ও প্রচার সম্পাদক শামিম হোসেন প্রমুখ।
ঢাকা মহানগর লেবার পার্টির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি কস্তুরির সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড়, হাউস বিল্ডিং, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা, তোপখানা হয়ে বিজয়নগর পানির ট্যাংকির সামনে এসে শেষ হয়।