× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনৈতিক সমস্যার সমাধান নির্বাচনে : মেয়র তাপস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩ ১৫:২১ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩ ১৫:৫১ পিএম

'রাইসা' নগর ব্যায়ামাগারের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। প্রবা ফটো

'রাইসা' নগর ব্যায়ামাগারের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। প্রবা ফটো

নির্বাচনের মাধ্যমেই দেশের রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

তিনি বলেছেন, আগুন সন্ত্রাসের আগ্রাসনের মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান কখনোই হয়নি। 

বুধবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানে শহীদ মতিউর পার্কের (মহানগর নাট্যমঞ্চ) অভ্যন্তরে নির্মিত ‘রাইসা’ নগর ব্যায়ামাগারের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। 

বিরোধীদলগুলোর চলমান সরকারবিরোধী আন্দোলন প্রসঙ্গে শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আমরা অত্যন্ত ব্যথিত। গণপরিবহনের ওপর বেশি আগ্রাসন হচ্ছে। রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ – এই আগ্রাসন, অন্যায় ও আগুন দিয়ে নিরীহ মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি ছেড়ে আসন্ন নির্বাচনে আসুন।’

তিনি বলেন, ‘নির্বাচনের মাধ্যমেই রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব। আগ্রাসন করে, আগুন দিয়ে পুড়িয়ে কখনোই কোনো রাজনৈতিক সমস্যার সমাধান হয়নি। এবারও হবে না।’

ঢাকা দক্ষিণে ব্যায়ামগারা নির্মাণ প্রসঙ্গে মেয়র ব্যারিস্টার তাপস বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগরবাসীর জন্য ৭৫টি ওয়ার্ডেই একটি করে ব্যায়ামাগার স্থাপন করবে। এগুলো যাতে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে পরিচালিত হয় সেজন্য নীতিমালা প্রণয়ন করেছি। যৌথ মূলধনী অংশীদারত্বের মাধ্যমে এসব ব্যায়ামাগার পরিচালনা করছি।’

তিনি বলেন, ‘নারী-পুরুষদের সুযোগ-সুবিধা সন্নিবেশ করে ব্যায়ামাগার সাজানো হয়েছে। এখানে মানুষ স্বল্পমূল্যে আধুনিক পরিবেশে শরীরচর্চা করতে পারবে।’

পরে মেয়র সংস্কার পরবর্তী ২০ নম্বর ওয়ার্ডস্থ সেগুনবাগিচা সামাজিক অনুষ্ঠান কেন্দ্র এবং ৭৫ নম্বর ওয়ার্ডের ত্রিমোহনী প্রান্তে জিরানি খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম, অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খায়রুল বাকের এবং কাউন্সিলরদের মধ্যে ১৩ নম্বর ওয়ার্ডের মো. এনামুল হক, সমাজকল্যাণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হাসান আলো, ২০ নম্বর ওয়ার্ডের ফরিদ উদ্দিন আহম্মদ রতন, সংরক্ষিত আসনের রোকসানা ইসলাম চামেলি ও নাসরিন আহমেদসহ অন্যান্য ওয়ার্ডের সাধারণ আসন ও সংরক্ষিত আসনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা