× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কম দামে সবজি বিক্রি শুরু যুবলীগ, ছাত্রলীগের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ১৯:২৪ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩ ১৯:৩৬ পিএম

মিরপুর বাঙলা কলেজের সামনে ন্যায্যমূল্যে সবজি বিক্রি কর্মসূচির উদ্বোধন করে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। ছবি : সংগৃহীত

মিরপুর বাঙলা কলেজের সামনে ন্যায্যমূল্যে সবজি বিক্রি কর্মসূচির উদ্বোধন করে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। ছবি : সংগৃহীত

দেশব্যাপী কম দামে সবজি বিক্রির উদ্যোগ নিয়েছে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। হরতাল-অবরোধের সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সেজন্য এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান তিন সংগঠনের নেতারা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) মিরপুর বাঙলা কলেজের সামনে ন্যায্যমূল্যে সবজি বিক্রি কর্মসূচির উদ্বোধন করা হয়। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে কৃষকের কাছ থেকে সরাসরি সবজি কিনে এনে রাজধানীর ছয়টি পয়েন্টে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, ’শেখ হাসিনার নির্দেশউৎপাদন বাড়াতে হবে। অসাধু ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনতে হবে। বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতায় মূল্যস্ফীতির কবলে প্রায় সব দেশ। এ সুযোগ কাজে লাগিয়ে দেশবিরোধী একটি চক্র সাধারণ মানুষের ক্ষতির চেষ্টা করছে। তারা এখন চোরাগোপ্তা হামলার মাধ্যমে অবৈধ উপায়ে ক্ষমতায় যেতে চাচ্ছে। যেকোনো মূল্যে এ অপশক্তিকে আমরা রুখে দেব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

মাইনুল হোসেন খান নিখিল বলেন, ’দেশজুড়ে এক অপশক্তি সবকিছুর কৃত্রিম সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। বাজারে শাকসবজির দাম আকাশছোঁয়া। অথচ বঞ্চিত হচ্ছে প্রান্তিক কৃষক। কৃষককে ন্যায্য পাওনা দিতে এবং সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে শাকসবজি কিনতে পারে, সেজন্য আজ থেকে চলবে এ কর্মসূচি।’ 

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু বলেন, ’আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে সবজি কিনে সাধারণ মানুষের কাছে বিক্রি করব। মধ্যস্বত্বভোগীরা সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির মাধ্যমে অধিক মুনাফা করছে। সেই সিন্ডিকেটের অবসান, কৃষক ও সাধারণ মানুষের উপকারের জন্যই এই আয়োজন।’

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ’মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় বাংলাদেশে উন্নয়ন স্থাপনার বিপ্লব ঘটেছে। কিন্তু বর্তমানে মধ্যস্বত্বভোগীদের অরাজকতা, মূল্যস্ফীতিসহ নানা কারণে কৃষিপণ্য চড়া দামে বিক্রি হচ্ছে। এ অবস্থায় রাজধানীবাসীকে স্বস্তি দিতে কৃষকের ক্ষেত থেকে সরাসরি সবজি কিনে বিক্রি করা হবে।’ 

ওয়ালী আসিফ ইনান বলেন, ’বঙ্গবন্ধুকন্যার অন্তর সব সময় এ দেশের দুঃখী-নিপীড়িত মানুষের কষ্টে কাঁদে। তার প্রকৃত উদাহরণ আজকের কর্মসূচি। তার প্রত্যক্ষ নির্দেশনায় আমরা তিন সংগঠন কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে সবজি কিনে সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে বিক্রয় করছি। এই কর্মসূচি পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।‘

ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্লাস পরীক্ষা শেষে এই কার্যক্রম পরিচালনা করবে বলেও জানায় সংগঠনের নেতারা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা