প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ১৬:২১ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩ ১৭:১৩ পিএম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। প্রবা ফটো
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘অগ্নিপরীক্ষার নির্বাচন’ আখ্যা দিয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন, ‘আপনাদের চোখ-কান খোলা রাখতে হবে। মনে রাখতে হবে, আগামী নির্বাচন একটি অগ্নিপরীক্ষার নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমে যদি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পারেন, তাহলে দেশ উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছবে।’
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গত ১৪ অক্টোবর ভয়াবহ এক আগুনে মার্কেটটি পুড়ে যায়। ৬০ দিন পর মার্কেটটি পুনঃনির্মাণের কাজ শুরু হলো।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আমাদের উন্নয়ন, গণতন্ত্র আজ হুমকির মুখে। কিসের জন্য ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসায় হামলা হলো? কিসের জন্য জাস্টিস কোয়ার্টারে হামলা এবং পুলিশ কনস্টেবল হত্যা করা হলো? এর পেছনে গভীর ষড়যন্ত্র চলছে। আর এই ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলা করতে আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে।’
তিনি বলেন, ‘কারা নিহত পুলিশ সদস্যের সন্তানকে পিতৃহারা করল? শত শত পুলিশকে আহত করল। এর সবকিছু তদন্ত করে বের করতে হবে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘তারেক রহমান লন্ডনের প্রাসাদে থাকেন। উনি ওখান থেকে লাদেনের মতো বক্তব্য দেন। তারেক রহমানের লক্ষ্য হলো- আমি যে দেশে থাকতে পারি নাই সেই দেশের মানুষকে শান্তিতে থাকতে দেব না। দেশকে অস্থিতিশীল করাই তার লক্ষ্য।’
নানক আরও বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনা মানুষের কষ্ট কমাতে নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন। সেই মানুষের কর্মী হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালনে ভুল করি নাই। মাত্র ৬০ দিনের মাথায় এই মার্কেটটি পুনঃনির্মাণের কাজ শুরু করেছি।’
তিনি জানান, গতকাল সোমবার প্রধানমন্ত্রী নিজেই মোহাম্মদপুর কৃষি মার্কেটের খোঁজ নিয়েছেন। নানক বলেন, ‘আমার নেত্রী যা বলেন, তা করেন। আমরা যা বলি তা করি।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ ও স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।