× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় সংলাপের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন চান ড. কামাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ১৫:৩৭ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩ ১৮:৪৬ পিএম

জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে গণফোরাম আয়োজিত বিশেষ জাতীয় কাউন্সিলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা। প্রবা ফটো

জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে গণফোরাম আয়োজিত বিশেষ জাতীয় কাউন্সিলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা। প্রবা ফটো

গণফোরামের প্রতিষ্ঠা ও ইমিরেটাস সভাপতি এবং সংবিধান রচয়িতা ড. কামাল হোসেন বলেছেন, জাতীয় সংলাপের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই। সব দলকে নিয়ে জাতীয় সংলাপের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজনের জোর দাবি জানাচ্ছি।

বর্তমান সংকটময় মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ করে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন আয়োজনের পরামর্শও দিয়েছেন এই সংবিধানপ্রণেতা।

মঙ্গলবার (১৪ নভেম্বর)  জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে গণফোরাম আয়োজিত বিশেষ জাতীয় কাউন্সিল-২০২৩ পরবর্তী পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।  

ড. কামাল হোসেন বলেন, ‘জাতীয় সংলাপের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই। সেটা হলে আমরা বিবেচনা করে সিদ্ধান্ত নেব। দেশের জাতীয় ঐক্যকে আরও সুসংহত করে একটা ঐকমত্যে এসে সবাইকে নিয়ে নির্বাচনের চিন্তা করা উচিত। এই চেষ্টা আমরা করে যাচ্ছি।’

দেশের অবস্থা ভয়াবহ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জনগণ ঐক্যবদ্ধ হলে এই অবস্থা থেকে দেশকে রক্ষা করা সম্ভব। ঐক্যের গুরুত্ব আমরা সব সময়ই দিয়ে থাকি। নীতি ও আদর্শকে কেন্দ্র করে ঐক্যের ভিত্তিতে জনগণকে সঙ্গে নিয়ে দেশকে বাঁচাতে যা করা দরকার আমরা তাই করব।’

বিদেশি হস্তক্ষেপে দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘দেশের এই পরিস্থিতিতে আমাদেরই এটা পরিবর্তনের চেষ্টা করতে হবে।’

সংবাদ সম্মেলনে মফিজুল ইসলাম খান কামালকে সভাপতি এবং ডা. মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ড. কামাল হোসেনকে ইমেরিটাস সভাপতি হিসেবে রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে দলের নবনির্বাচিত সভাপতি মফিজুল ইসলাম খান কামাল বলেন, ‘জাতির বিবেক ড. কামাল হোসেন আনুষ্ঠানিকভাবে আমাদের সংগঠনের সঙ্গে দৈনন্দিন কার্যকলাপে যুক্ত থাকতে পারছেন না। এই জন্যেই আমরা উনাকে ইমিরেটাস সভাপতি হিসেবে রেখেছি, উনি সেটা গ্রহণ করেছেন। আমরা আশা করি সব সময় উনার কাছ থেকে পরামর্শ পাব এবং আমাদের প্রয়োজনে অবশ্যই উনার কাছে যাব।’

নির্বাচন যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা নির্বাচনে যাব কি যাব না সেটা ভাবছি। আমরা পরিস্থিতি দেখছি, পরে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব যে আমরা কী করব। তবে গণফোরাম নির্বাচন বিমুখ না, নির্বাচনমুখী রাজনৈতিক দল। যদি আমরা দেখি পরিস্থিতি সহায়ক তাহলে আমরা অবশ্যই নির্বাচনে যাব। আর তা না হলে আমরা যাব না, সেটা পরে জানাব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা