× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ

দেশে রাজনীতি করতে হলে সংবিধান মানতে হবে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩ ২০:২৯ পিএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৩ ২০:৪৯ পিএম

দেশে রাজনীতি করতে হলে সংবিধান মানতে হবে

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর চতুর্থ দফা অবরোধের প্রতিবাদে রাজধানীসহ দেশব্যাপী শান্তি মিছিল, সমাবেশসহ সতর্ক অবস্থানে ছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। এসব কর্মসূচি থেকে দলটির নেতারা বিএনপির উদ্দেশে বলেছেন, রাজনীতি করতে হলে দেশের সংবিধান মানতে হবে। সংবিধান মেনে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান তারা। এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠানে ক্ষমতাসীন দলের নেতারা একই সুরে কথা বলেছেন।

রবিবার (১২ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগ, ঢাকা মহানগর ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে দেখা যায়। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান নেন তারা।

সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জড়ো হন দলের নেতাকর্মীরা। পরে অবস্থান কর্মসূচিতে যোগ দেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম। 

তিনি বলেন, ’বিএনপির সিনিয়র নেতারা তাদের কৃতকর্মের জন্য জেলখানায় আছেন। অপরাধীদের ছেড়ে দিয়ে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড করতে হবে এমন তো কথা নেই।’ অপরাধীদের ছেড়ে দিয়ে আওয়ামী লীগ কখনও সংলাপ বা সমঝোতা করবে না বলেও জানান তিনি। 

জনগণের কাছে ক্ষমা চেয়ে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ’তাদের আজকে যে অবস্থার সৃষ্টি হয়েছে, তা থেকে বেরিয়ে আসার একমাত্র পথ নির্বাচন। সুতরাং সংবিধান মেনে নির্বাচনে আসুন।’

রাজধানীর যাত্রাবাড়ী, শনির আখড়া, দয়াগঞ্জ, গেন্ডারিয়া, দনিয়া, শ্যামলী, মিরপুর, গাবতলীসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। তাদের কারও কারও হাতে লাঠি দেখা গেছে। তা ছাড়া বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সমাবেশ করেছে যুবলীগ ও ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগ। যাত্রাবাড়ী এলাকায় হয়েছে মোটরসাইকেল শোডাউন।

পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নে আওয়ামী মহিলা লীগ ও যুব মহিলা লীগের কর্মী সমাবেশে নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, ’দেশে রাজনীতি করতে হলে সংবিধান মানতে হবে।’ এ সময় তিনি নারী উন্নয়নে শেখ হাসিনার অবদান তুলে ধরেন। কুষ্টিয়া মেডিকেল কলেজ (আংশিক) উদ্বোধনের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ’বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে।’

নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেন, ’একুশে আগস্ট গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে বিএনপি। চক্রান্তকারীরা রাষ্ট্রীয় সহায়তা পেয়েছিল বিএনপি-জামায়াত সরকারের। বিএনপি সন্ত্রাসী দল হিসেবে দেশে-বিদেশে পরিচিত। এখন তারা আবার সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে।’ তিনি আগুন-সন্ত্রাস না করে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান।

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন দপ্তরের সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভায় মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক বলেন, ’তারেক জিয়া কেমন সন্তান, অসুস্থ মাকে দেখতে আসে না? তারা জনগণকে দেখবে কী করে? বর্তমানে জনগণ সচেতন। তারা ভোট দিয়ে আবারও নৌকাকে জয়যুক্ত করবে।’

দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে ২০ লাখ টাকা ব্যয়ে বলেয়া সর্বজনীন দুর্গা মন্দির ও বলেয়া মহাশ্মশানের হরি মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, ’মুক্তিযুদ্ধের চেতনাকে অম্লান রাখতে নৌকা মার্কায় ভোট দিন। আওয়ামী লীগ সরকারের আমলে সব সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আগামী নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংবিধানের একচুলও বাইরে আমরা যাব না।’

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবরোধের প্রতিবাদ জানিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ও পৌর এলাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ। কিশোরগঞ্জের ভৈরব বাসস্ট্যান্ডে দুর্জয় পাদদেশে অবস্থান নিয়েছিল ভৈরব আওয়ামী লীগ। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত শান্তি সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বলেন, ‘বিএনপি-জামায়াত কিন্তু আবার মাঠে নেমেছে। আবারও দেশে অরাজকতা সৃষ্টি করার পাঁয়তারা করছে তারা। তারা যে হাত দিয়ে আগুন জ্বালাবে, আমরা তাদের সেই হাত কেটে আগুনে নিক্ষিপ্ত করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা