× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনগণ ফের প্রমাণ করল বর্তমান সরকার ব্যর্থ : এনপিপি চেয়ারম্যান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩ ২১:৩৪ পিএম

পুরানা পল্টনে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাকর্মীরা। প্রবা ফটো

পুরানা পল্টনে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাকর্মীরা। প্রবা ফটো

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, অবরোধ সফল করে জনগণ আবারও প্রমাণ করল বর্তমান সরকার ব্যর্থ। বুধবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। 

ড. ফরিদুজ্জামান বলেন, ‘দেশবাসী আজ নিজের অধিকার বিষয়ে সচেতন। তারা কোনোভাবেই আর এই ফ্যাসিস্ট সরকারকে চায় না। তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে অবরোধকে সফল করে। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশগঠনের লড়াইয়ে সফল না হয়ে আমরা কেউ রাজপথ ছাড়ছি না। জাতীয়তাবাদী শক্তি সবসবয় সব অবস্থাতেই মাটি ও মানুষের কথা ভাবে। দেশ গঠনের এই লড়াইয়ে সবাই দলে দলে এগিয়ে আসুন, সব আন্দোলন-সংগ্রামকে সফল করুন।’

তিনি বলেন, ‘জাতীয়তাবাদী শক্তির ডাকে সাড়া দিয়ে অবরোধ সফল করে জনগণ আবারও প্রমাণ করেছে এই সরকার ব্যর্থ।’

এতে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এস. এম. শাহাদত, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের ও মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, জনতা অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূইয়া ও সাধারণ সম্পাদক রাজা রহমান প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের অন্য নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা