× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একতরফা নির্বাচন বুমেরাং হবে : চরমোনাই পীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩ ১৯:১৮ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩ ২০:০৩ পিএম

 চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত

চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচন একতরফাভাবে আয়োজন করলে তা বুমেরাং হবে বলে হুঁশিয়ার করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। একইসঙ্গে এ ধরনের নির্বাচন আয়োজন না করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৮ নভেম্বর) বিকালে দলের কেন্দ্রীয় মজলিসে আমেলার চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 

রেজাউল করীম বলেন, ‘জনমতের তোয়াক্কা না করে একতরফা নির্বাচন আয়োজন জনগণ রুখে দিবে। ভোটাধিকার কেড়ে নেওয়ার কারণেই একাত্তরে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। জোর, জুলুম, হত্যা, নির্যাতন, গুম-খুনের মাধ্যমে সরকার দেশের জনমানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এই অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ 

তিনি বলেন, ‘বিএনপি মহাসচিবসহ বিরোধী দলীয় নেতাদের যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, তা সরকারের জন্য ভালো হবে না। দেশকে এ অবস্থায় ফেলার ফল আওয়ামী লীগকে ভোগ করতে হবে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিলস্নাহ আল-মাদানী, খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও কৃষিবিদ আফতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতী হেমায়েতুলস্নাহ কাসেমী, আলহাজ্ব হারম্নন অর রশিদ, মাওলানা নেছার উদ্দিন, আলহাজ মনির হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, শেখ ফজলুল করীম মারম্নফ, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, মুফতী কেফায়েতুলস্নাহ কাশফী, শায়খুল হাদীস মকবুল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) জিএম রম্নহুল আমীন, সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা নুরম্নল ইসলাম আল আমিন, বরকত উল্লাহ লতিফ, সহকারি অর্থ সম্পাদক অধ্যাপক নাসির উদ্দিন খান, সহকারি মাওলানা আরিফুল ইসলাম, সহকারি দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম, আব্দুল আউয়াল মজুমদার প্রমূখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা