× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যেকোনো মূল্যে যথাসময়ে ভোট করতে হবে : ইনু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩ ২২:০৯ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩ ২২:২৫ পিএম

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। ছবি : সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। ছবি : সংগৃহীত

দেশের গণতান্ত্রিক ধারা সচল রাখতে হলে যেকোনো মূল্যে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন করার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হলে আমাদের সংবিধানের মধ্যে থাকতে হবে এবং যেকোনো মূল্যে যথাসময়ে ভোট করতে হবে।’

মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এক আলোচনা সভায় জাসদ নেতা ইনু এসব কথা বলেন। দলটি দিনটিকে ‘সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করে। এদিন জাসদ নেতা শহীদ কর্নেল তাহের বীরউত্তমের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। 

ইনু বলেন, ’’সিপাহী-জনতার অভ্যুত্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। জেনারেল জিয়াউর রহমান সিপাহী বিদ্রোহকে চক্রান্ত করে কুক্ষিগত করে বিদ্রোহকে ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে চিহ্নিত করে প্রথম অপপ্রচার চালান।’’ 

সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, ’বীরউত্তম কর্নেল তাহেরের সঙ্গে আমি ও আমার জাসদ সরাসরি সিপাহী জনতার অভূত্থানের পক্ষে ভূমিকা রেখেছি। এটা পরিষ্কার। লুকোছাপার কিছু নেই। ব্রিটিশ আমলেও সিপাহীরা বিদ্রোহ করেছে, এটা নিয়ে আমরা গর্বিত। সিপাহী-জনতার অভ্যুত্থানের মহান প্রচেষ্টাকে যারা খাটো করে তারা কার্যত অবৈধ দখলদারদের মহিমান্বিত করে। অবৈধ দখলের রাজনীতিকে উস্কে দেয়।’

তিনি আরও বলেন, ’মুক্তিযোদ্ধা হলেই অবৈধভাবে ক্ষমতা দখল করা জায়েজ হয়ে যাবে না। মুক্তিযোদ্ধা হলেই সামরিক শাসন জারি করা জায়েজ হয়ে যাবে না। খন্দকার মোশতাক, খালেদ মোশারফ, জিয়াউর রহমানও মুক্তিযোদ্ধা। তবে এরা ক্ষমতার অবৈধ দখলদার। এরা খুনিদের সহযোগী। খুনিদের সঙ্গে আতাত করেছে।’

এ সময় ইনু দল ও দেশের মানুষকে শেখ হাসিনার নেতৃত্বে যে সাংবিধানিক ধারা অব্যাহত আছে, সেই ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান। একই সঙ্গে দেশের সাংবিধানিক ধারাকে বানচাল করার জন্য বিএনপি-জামায়াত যে অপচেষ্টা করছে, সেই অপচেষ্টাকে ব্যর্থ করে দিতে বলেন তিনি।

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন ও দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের পরিচালনায় এ সভায় বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা