প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ২০:৫৮ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ২১:০৯ পিএম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক বলেছেন, জাতির আশা-আকাঙ্ক্ষা যেন প্রতিফলিত হয়, তার ভিত্তিতেই ইশতেহার দেবে আওয়ামী লীগ। আমরা নির্বাচনের কাঠগড়ায় দাঁড়িয়েছি, মূল্যায়নের ভার আপনাদের।
রবিবার (৫ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে দলীয় নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির সঙ্গে পেশাজীবীসহ বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ড. আব্দুর রাজ্জাক বলেন, ’প্রতিষ্ঠালগ্ন থেকে আওয়ামী লীগ গণমানুষের দল। আওয়ামী লীগ সব সময় গঠনতন্ত্র, লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শের ভিত্তিতে পরিচালিত হয়েছে। আওয়ামী লীগ কখনও চোরাগলির পথে বা অসাংবিধানিক পথে ক্ষমতায় আসেনি। গণতান্ত্রিক চর্চা করেছে এবং গণতান্ত্রিক মূল্যবোধ চেতনাকে ধারণ করে পরিচালিত হয়েছে। যেসব নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে, সেসব নির্বাচনে সব সময় জনগণের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরে ইশতেহার ঘোষণা করেছে।‘
ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক আরও বলেন, ’অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের যত সাফল্য সেগুলো তুলে ধরা হয়েছে। তার আলোকে আগামী দিনে আওয়ামী লীগ কী করবে, কী তার লক্ষ্য ও উদ্দেশ্য, জাতির আশা-আকাঙ্ক্ষার প্রত্যাশা পূরণ করবে, কর্মসূচি বাস্তবায়নের কৌশল কী হবে, সেগুলো নির্বাচনী ইশতেহারে সুস্পষ্টভাবে তুলে ধরা হবে।’
সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে—এ বিষয়ে মতামত দেওয়ার জন্য প্রতিনিধিদের অনুরোধ করেন ইশতেহার প্রণয়ন কমিটির এ আহ্বায়ক।