প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১৫:৪৩ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১৬:৫৫ পিএম
নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে এখন আর সংলাপের পরিবেশ নেই মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সন্ত্রাসীদের সঙ্গে সংলাপ হতে পারে না। সংলাপের পার্ট শেষ হয়ে গেছে।
রবিবার (৫ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিজ অফিসে সাংবাদিকদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা বলেন।
বিএনপিকে ‘আগুন সন্ত্রাসের’ দল আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সন্ত্রাসীদের সঙ্গে সংলাপ হতে পারে না। সংলাপের পার্ট শেষ হয়েছে গেছে। দুই দল আবার কে? সংলাপ সন্ত্রাসের সঙ্গে হয় না। এবার আরও প্রমাণ করেছে। তারা (বিএনপি) আগুন সন্ত্রাসের দল। এখন তারা যা করেছে এরপর আর সংলাপের পরিবেশ নাই।’
তিনি বলেন, ‘বিএনপির নেতারা তোরাবোরা পাহাড়ের গুহায় বসে কথা বলছে। তাদের দেখ যায় না। বিএনপির ১ কোটি নেতাকে ঘরছাড়া করা হয়েছে, আর ৮ হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে- এসব মুখে না বলে তারা তালিকা দিক। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী কাছে দেব। তাদের ১ কোটি ঘরছাড়া, ৮ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা মিথ্যা। এসব মিথ্যা কথা বলে বিদেশিদের কাছে নালিশ দিচ্ছে।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘এই বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের কী অবস্থা করেছিল বিএনপি। তারা আমাদের নেতাকর্মীদের দাঁড়াতে দেয়নি। বিএনপি-জামায়াত যা করছে তা আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে।’
২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘তারা পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা করেছে, বিচারপ্রতির বাসায় হামলা করছে। একজন পুলিশকে তারা হত্যা করেছে। বাসে আগুন দিয়েছে।’
তিনি বলেন, ‘পুলিশের ওপর আক্রমণ, বাসের হেল্পার পুড়িয়ে মারা, পুলিশ হসপিটালে হামলা। মির্জা (মির্জা ফখরুল) কি এড়াতে (দায়) পারবে? একজনও এড়াতে পারবে না। তাদের নির্দেশেই এই সন্ত্রাস হয়েছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘দেশের মানুষের নিরাপত্তার জন্যই বিজিবি মোতায়েন করা হয়েছে। বিএনপির থাবা থেকে রক্ষার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কেন্দ্রীয় কমিটির উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ অনেকে।