প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১০:৩১ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১৩:২৯ পিএম
রাজধানীর বনশ্রীতে অবরোধ সমর্থনে ছাত্রদল মিছিল করেছে। প্রবা ফটো
৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে রাজধানীতে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বনশ্রী এলাকায় তারা বিক্ষোভ মিছিল করেন।
মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের সহসভাপতি নাছির উদ্দীন নাছির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার পিয়াস ও রেহেনা আক্তার শিরিন, সহসাধারণ সম্পাদক আহি আহমেদ জুবায়ের, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. মাহবুব শেখ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, প্রথম যুগ্ম আহ্বায়ক সোহাগ ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক ইফতেখার ফয়সাল, আরমান হোসেন বাপ্পি ও সদস্য মনিরুজ্জামান টিটু, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহাত হোসেন ও ছাত্রদল নেতা ওবায়দুল হকসহ খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।