প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ০৯:৩৪ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১৩:৩৩ পিএম
বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও শাহজাহান ওমর
বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও ব্যারিস্টার শাহজাহান ওমরকে আটক করেছে পুলিশ।
রবিবার (৫ নভেম্বর) ভোরে রাজধানী থেকে তাদের আটক করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশর দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার এজাহার নামীয় আসামি হিসেবে রাজধানীর টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাব সদর দপ্তরে আনা হয়েছে।
অপরদিকে, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর একটি এলাকা থেকে শাহজাহান ওমরকে আটক করে।