× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় সরকার গঠন প্রশ্নে সংলাপ হতে পারে : স্বপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩ ২২:১৪ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩ ২২:৪৪ পিএম

জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে সভায় দলের নেতারা। প্রবা ফটো

জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে সভায় দলের নেতারা। প্রবা ফটো

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন প্রশ্নে সংলাপ হতে পারে।

শুক্রবার (৩ নভেম্বর) বিকালে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জেএসডির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়ার সভাপতিত্বে জরুরি সভায় তিনি এ কথা বলেন।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, সারা দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গড়ে ওঠা ব্যাপক সংগ্রাম ও আন্দোলনের বাস্তবতাকে বিবেচনায় নিয়ে জনগণের অভিপ্রায়ের প্রতিফলন ঘটাবার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন প্রশ্নে সংলাপ হতে পারে।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতিসহ সার্বিক বিষয়ে আলোচনাসভায় অংশগগ্রণের জন্য জেএসডি আমন্ত্রণ পেয়েও অংশ নিতে পারছে না। কেননা দেশের বৃহত্তম বিরোধী দল বিএনপিসহ গণতন্ত্র মঞ্চের নেতাদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। বাড়িতে বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এমনকি তালাবদ্ধ রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে নির্বাচন কমিশনের (ইসি) চিঠি রেখে আসা হচ্ছে।

সভায় বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম শামছুল আলম নিক্সন, এম এ ইউসুফ, মোশারেফ হোসেন মন্টু, কামাল উদ্দিন মজুমদার সাজু, কামরুল আহসান অপ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ সভাপতি তৌফিক উজ জামান পীরাচা প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা