× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহাসমাবেশকে কেন্দ্র করে সারাদিনে অগ্নিসংযোগ, ভাংচুর ও হামলার সারসংক্ষেপ

শহিদুল ইসলাম রাজী

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩ ০১:১৫ এএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩ ০১:১৬ এএম

প্রবা ফটো

প্রবা ফটো

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে ঘটনাকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন স্থানে ৮৭টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব গাড়ির মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন। এ ছাড়া অগ্নিসংযোগ করা হয়েছে পুলিশের বেশ কয়েকটি বক্স ও দোকানপাটে। এ সময় রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল চত্বরে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এ ছাড়াও গণমাধ্যমের গাড়িসহ বেশ কিছু গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা 

শনিবার (২৮ অক্টোবর) রাতে বিভিন্ন যানবাহনের আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন। 

তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশ এলাকায় ব্যাপক গাড়ি ভাংচুর করা হয়েছে। অ্যাম্বুলেন্স,পুলিশের গাড়ি, বাসসহ ৮৭টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল ৪১টি ও ১০টি ভ্যান এবং রিকশা রয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে তাদের একটি গাড়িতেও আগুন দেওয়া হয়েছে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শনিবার বিকাল ৫টায়  শাজাহানপুর ফ্লাইওভারের নিচে অগ্নি নির্বাপণ শেষে ফেরত যাওয়ার পথে ফায়ার সার্ভিসের একটি পানিবাহী গাড়ি ভাঙচুর করে তাতে আগুন দেয় সন্ত্রসীরা। তারা অগ্নিনির্বাপণ কর্মীদের মারধর করে। এ সময় ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা এবং একজন ড্রাইভার আহত হন। 

তিনি আরও জানান, এ পর্যন্ত ২২টি আগুনের ঘটনার সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে ১২টি দুর্ঘটনায় আগুন নেভানোর কাজ করেছে ফায়ার সার্ভিস। বাকিগুলোতে কাজ করতে হয়নি।

সারাদিনের ভাংচুর, অগ্নিসংযোগ, হামলার সারসংক্ষেপ:

১১.২০: রমনা পার্কের অপোজিট এনএসআই ব্যারাকের সামনে রাস্তায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

১২.৩০: বিএনপি নেতাকর্মীরা কাকরাইল চার্চের সামনে গাজীপুর পরিবহনে ধাওয়া করে একটি

বাস ভাংচুর করে।

০১.০০: কাকরাইল চার্চের সামনে পুলিশকে লক্ষ্য করে ঢিল নিক্ষেপ করে।

০১.০৩: পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

০১.০৫: পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

০১.০২: কাকরাইলের আইডিইবি ভবনের নিচে রাখা দুটি গাড়িতে আগুন।

০১.২৫: কাকরাইল জাজেস কমপ্লেক্সের সামনের পুলিশ বক্সে অগ্নিসংযোগ। একই সময়ে কাকরাইল প্রধান বিচারপতির বাসভবনের গেইটে ভাংচুর ও ইট পাটকেল

নিক্ষেপ। এ ছাড়া কাকরাইল জাজেস কমপ্লেক্সে ইট-পাটকেল নিক্ষেপ ও জানালার কাচ ভাংচুর।

০১.৩৫: ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

০২.১০: কাকরাইল মোড় পুলিশ বক্সে অগ্নিসংযোগ।

০২.৫০: আইডিইবি ভবনের নিচে দুটি গাড়িতে আগুন।

০৩.০০: বিজয়নগর মোড়ে একটি নাম্বারবিহীন একটি মোটরসাইকেলে আগুন। একই সময়ে বিজয়নগর এলাকার বধির হাই স্কুলের সামনে ডিএমপির এসি রাজুর একটি ডবল কেবিন

গাড়িতে আগুন।

০৩.১৫: শান্তিনগর মোড়ে চারটি দোকান ভাংচুর এবং চারটি দোকানে আগুন। একই সময়ে শান্তিনগর পুলিশ বক্সে অগ্নিসংযোগ। এ সময়ে শান্তিনগর মোড়ে পুলিশের সাতটি মোটরসাইকেলে আগুন ও একটি কন্টেইনারে আগুন দেয় দুর্ব্ত্তরা। 

০৩.২০: ফকিরাপুল পুলিশ বক্সে অগ্নিসংযোগ।

০৩.৩০: রাজারবাগ পুলিশ হাসপাতালের পার্কিং এরিয়ায় তিনটি অ্যাম্বুলেন্সে আগুন। পুলিশ হাসপাতালের পার্কিং এরিয়ায় তিনটি জিপ, একটি আইসিইউ এম্বুলেন্সসহ ৯টি

গাড়ি ও ১৬টি মোটরসাইকেলে আগুন। এ ছাড়া ৯টি মোটরসাইকেল আগুন। পুলিশ হাসপাতালের বাইরে রাখা পুলিশের ৭টি মোটরসাইকেল আগুন।

০৩.৪০: মালিবাগ মোড় পুলিশ বক্সে অগ্নিসংযোগ।

০৩. ৪৫: সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়িতে আগুন। একই সময়ে মতিঝিল সরকারি বয়েজ স্কুলের সামনে টায়ারে আগুন।

০৩.৫০: রাজারবাগ চাদমারি বাট মোড় মির্জা আব্বাসের বাড়ির সামনে ১০টি ভ্যান ও রিক্সায় আগুন।

০৩.৫৫: মৌচাক মোড়ে ঝুলন্ত ব্যানারে আগুন। মৌচাক পুলিশ বক্সে অগ্নিসংযোগ।

০৪.০০: পাইওনিয়ার রোডে বিভাগীয় কমিশনার অফিসের বিপরীত পাশে ফুটপাতে একটি 

পিকআপে আগুন।

০৪.০৫: সেগুনবাগিচা কাঁচা বাজারের সামনে একটি মোটরসাইকেল আগুন।

০৪.২০: রাজারবাগে ২ নম্বর গেইটে আফিয়া ফার্মেসীর সামনে একটি কাভার্ড ভ্যানে গড়িতে আগুন।

০৪.২০: রাজারবাগ মোড়ে পুলিশ বক্সে ভাংচুর।

০৪.২৫: রাজারবাগ মুক্তিযুদ্ধ জাদুঘরের পাশে রাস্তায় একটি গাড়িতে আগুন।

০৪.৩০: কমলাপুর রেলস্টেশনের সামনে শাহজাহানপুর থানা পুলিশের একটি টহল গাড়িতে আগুন। একই সময়ে কমলাপুর ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ।

০৪.৪০: মৌচাক ফ্লাইওভারে বলাকা পরিবহনেরে একটি গাড়িতে আগুন।

০৫.০০: শাহজাহানপুর খলিল ফার্নিচারের সামনে একটি বিআরটিসি দ্বিতল বাসে আগুন।

০৫.২৬: কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে একটি আছিয়া পরিবহনের বাসে আগুন।

০৫.৩০: রাজারবাগ মুক্তিযুদ্ধ জাদুঘর ভাংচুর। একই সময়ে দৈনিক বাংলা মোড়ে কমিউনিটি ব্যাংকের পাশে ফুটপাতে খুপড়ি দোকানে আগুন। খিদমাহ হাসপাতালের সামনে মিডল্যান্ড পরিবহনের একটি বাসে আগুন।

০৫. ৩৫: পুলিশ কনভেনশন হলের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন।

০৫.৪০: কমলাপুর বটতলা এশিয়া ও এসআলম পরিবহনের দুটি বাসে আগুন।

০৯.৪০: কালসীতে ট্রাস্ট পরিবহনের একটি গাড়ীতে আগুন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা