× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি করায় আওয়ামী লীগ নেতাকে শোকজ

বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩ ২০:৩৩ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৩ ২০:৫৪ পিএম

আবদুল মোতালেব হাওলাদার। সংগৃহীত ফটো

আবদুল মোতালেব হাওলাদার। সংগৃহীত ফটো

আইন পরিবর্তন করে হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে সুযোগ করে দেওয়ার দাবি জানানো পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে জেলা আওয়ামী লীগ।

সোমবার (২ অক্টোবর) বিকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

আবদুল মান্নান বলেন, ‘তিনি (মোতালেব হাওলাদার) কেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এমন বক্তব্য দিয়েছেন, তা জানতে চেয়ে নোটিস দেওয়া হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে।’

শনিবার রাতে মোতালেব হাওলাদার তার ফেসবুক আইডিতে বিএনপি নেত্রীর বিদেশে চিকিৎসার দাবি জানিয়ে একটি পোস্ট করেন। এটিকে সংগঠনবিরোধী বলে মনে করেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সাবেক ও বর্তমান নেতারা। তার সমালোচনা করে তাকে বহিষ্কারের দাবি তুলেছেন তারা।

ফেসবুক পোস্টে মোতালেব হাওলাদার লেখেন, ‘রাজনৈতিক কারণে আইন পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হউক।’ ব্রাকেটে লেখেন, ‘মন্তব্য না করার জন্য বিনীত অনুরোধ করছি।’

রবিবার প্রতিদিনের বাংলাদেশের অনলাইন সংস্করণে ‘খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা চান আওয়ামী লীগ নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। যা ব্যাপক সাড়া ফেলে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মো. আলমগীর হোসেন বলেন, ’উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমন মন্তব্য করার অধিকার সংরক্ষণ করেন না। এটি আওয়ামী লীগের নীতিনির্ধারকদের বিষয়। তিনি (মোতালেব হাওলাদার) দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এমন মন্তব্য করে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে তাকে শোকজ করা হয়েছে। তার জবাব পেলেই ব্যবস্থা নেওয়া হবে।’
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা