× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনার সমাবেশে ব্যারিস্টার খোকন

রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়াকে সরকার বিদেশে যেতে দিচ্ছে না

খুলনা প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩ ২০:৩৫ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৩ ২১:০৭ পিএম

বিএনপি সমর্থিত খুলনা ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের উদ্যোগে পদযাত্রা। প্রবা ফটো

বিএনপি সমর্থিত খুলনা ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের উদ্যোগে পদযাত্রা। প্রবা ফটো

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য সরকার বিদেশে যেতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

রবিবার (১ অক্টোবর) বিকালে খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি সমর্থিত খুলনা ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের উদ্যোগে পদযাত্রাপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার খোকন বলেন, ’রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে ভাইয়ের করা আবেদনে আইন মন্ত্রণালয় সাড়া দিচ্ছে না। শেখ হাসিনা সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে যেদেশে আইনের শাসন নেই। এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে ভয়ংকর তামাশা করা হয়েছে।’

তিনি বলেন, ’ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় স্পষ্টভাবে বলা আছে—সরকার চাইলেই খালেদা জিয়াকে মুক্তি দিতে পারে। এ ছাড়া দেশীয়, জাতীয় ও আন্তর্জাতিক আইনে রাজবন্দিদের মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা করানোর নজির আছে। কিন্তু আমরা দেখলাম রাজনৈতিকভাবে প্রতিহিংসাপরায়ণ হয়ে সরকার এমন নিষ্ঠুর সিদ্ধান্ত নিয়েছে।’

ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট গাজী আব্দুল বারীর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন ফ্রন্টের কেন্দ্রীয় আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইন ফোরাম সুপ্রীম কোর্ট ইউনিটের সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, জাতীয়তাবাদী আইন ফোরাম সুপ্রীম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী কামরুল ইসলাম সজল, সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহাবুব, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ হোসেন রনি. সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম মন্টু, সহসভাপতি অ্যাডভোকেট এস আর ফারুক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নড়াইল বারের সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল হক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বাগেরহাট বারের সভাপতি অ্যাডভোকেট মোশারেফ হোসেন মন্টু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা বারের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া বারের সভাপতি অ্যাডভোকেট মাহাতাব উদ্দিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মেহেরপুর বারের সভাপতি অ্যাডভোকেট মো. আদিল করিম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা বারের সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঝিনাইদহ বারের সভাপতি অ্যাডভোকেট দবির হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মাগুরা বারের সভাপতি অ্যাডভোকেট রোকনুজ্জামান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর বারের সভাপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কচি।

সমাবেশ শেষে খুলনা জেলা আইনজীবী সমিতি থেকে পদযাত্রা শুরু হয়ে কেডি ঘোষ রোড, পিসি রায় রোড, স্যার ইকবাল রোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা