× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য’ প্রতিষ্ঠার ঘোষণা আসছে আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৫২ এএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১০:৫৮ এএম

‘ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য’ প্রতিষ্ঠার ঘোষণা আসছে আজ

সরকারের পদত্যাগ ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার এক দফার দাবিতে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য প্রতিষ্ঠার ঘোষণা আসছে আজ শুক্রবার। এদিন সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এ ঘোষণা দেবেন বিএনপি নেতৃত্বাধীন সরকারবিরোধী আন্দোলনের শরিক দলগুলোর ছাত্রসংগঠনের নেতারা।

এ উপলক্ষে গতকাল বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রসংগঠনগুলোর নেতাদের বৈঠক হয়। বৈঠকে ১৬টি ছাত্রসংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য গড়ে তোলার সিদ্ধান্ত হয়।

এর আগেও আগস্টে এ সংগঠনগুলোর বৈঠক হয়েছিল। সেই বৈঠকেও প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এ ছাত্রসংগঠনগুলোর উদ্যোগে ফ্যাসিবাদবিরোধী ছাত্রমোর্চা গঠনের।

জানা গেছে, এক দফার যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোর ছাত্রসংগঠনগুলো নিয়ে এ মোর্চা গঠন করা হচ্ছে। পরে এর বাইরেও অন্য ছাত্রসংগঠনগুলো এ আন্দোলনের সঙ্গে শরিক হতে পারে। ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্যটি এক দফা আন্দোলনের সহযোগী শক্তি হিসেবে কাজ করবে।

জানা গেছে, ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে কর্মসূচি নিয়ে মাঠে নামবে। পরে ক্যাম্পাসভিত্তিক কর্মসূচিও দেবে তারা।

নব্বইয়ের সর্বদলীয় ছাত্রঐক্যের আদলে যুগপৎ আন্দোলন এবং এর বাইরে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্রসংগঠন নিয়ে একটি বৃহত্তর ছাত্র প্ল্যাটফর্ম গঠনের এ উদ্যোগের লক্ষ্য বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলা। বিএনপির চাওয়া, ঐক্যবদ্ধ ছাত্রসংগঠনগুলো এক দফার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা