× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে আইনি জটিলতা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:৪৪ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৯ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার ক্ষেত্রে আইনগত জটিলতা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুমতির কথা বলা হচ্ছে, সে বিষয়ে আইনগত জটিলতা রয়েছে। সেখানে হয়তো আদালতের অনুমতির প্রয়োজন হতে পারে। এটি আইনমন্ত্রী ভালো জানেন। সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনের বাইরে কিছু করতে পারবে না।’

রবিবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে তার দপ্তরে জাতিসংঘের সহকারী মহাসচিব উনাইসি লুতু ভুনিওয়াকার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য আবেদনসংক্রান্ত এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া একটি মামলায় দণ্ডপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দণ্ড স্থগিত করে বাসায় উন্নত চিকিৎসার জন্য সুযোগ করে দিয়েছেন। তিনি (খালেদা জিয়া) দেশের একটি উন্নত হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছেন। দণ্ড স্থগিতের সীমা তাদের (খালেদা জিয়ার পরিবারের) আবেদনের পরিপ্রেক্ষিতে সব সময় (ছয় মাস পরপর) বাড়ানো হচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায়। আইন মন্ত্রণালয় যদি মনে করে সেটি আদালতে পাঠানো দরকার, তাহলে আদালতে পাঠাবে। আর যদি মনে করে প্রধানমন্ত্রী এ বিষয়ে কিছুটা করতে পারেন, যেটা এখন পর্যন্ত চলছে।’

বিএনপি অথবা খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আবেদন করেছে কি-না, এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘এখন পর্যন্ত কোনো আবেদন আসেনি। এ রকম আবেদন এলে কী হতে পারে, সেটা আপনাদের বলার চেষ্টা করেছি।’

এ ধরনের আবেদন প্রতিবারই করা হয়বিএনপির এমন দাবি তুলে ধরলে মন্ত্রী বলেন, ‘প্রতিবারই তারা (বিএনপি) আবেদন করেন। আমরা যতটুকু মঞ্জুর করতে পারি, ততটুকু মঞ্জুর করে দিচ্ছি। এরপর করতে হলে আদালতে যেতে হবে। আমরা আদালতের বাইরে যতখানি করতে পারি, সেটুকু আমরা করছি। আমি এর থেকে বেশি কিছু বলতে পারব না।’

মার্কিন ভিসানীতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত কাকে নিষিদ্ধ করেছে, তা জানি না। সুতরাং এ বিষয়ে আমার মন্তব্য করার এখতিয়ার নেই। আর ভিসানীতি তাদের (যুক্তরাষ্ট্র) ব্যাপার। যুক্তরাষ্ট্র তাদের দেশে কাকে যেতে দেবে, কাকে দেবে না, এটি তাদের ব্যাপার। সেখানে আমাদের কিছু বলার নেই, মন্তব্য নেই।’

মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বিষয়টিকে কীভাবে দেখছেনএক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন জানান, তার কাছে কোনো তালিকা আসেনি, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের নাম রয়েছে। পেলে দেখা যাবে কী করা যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা