× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের বাংলাদেশকে মির্জা ফখরুল

ভিসা নিষেধাজ্ঞার জন্য এককভাবে সরকার দায়ী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২২ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৩ পিএম

মির্জা ফখরুল ইসলাম। ফাইল ফটো

মির্জা ফখরুল ইসলাম। ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের ভিসার বিধিনিষেধ আরোপ শুরু করার জন্য বর্তমান সরকারকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ ঘটনাকে দেশের জন্য অপমানের ও লজ্জার উল্লেখ করে জানান, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখোমুখি দাঁড় করিয়েছে। তবে তার দল এ পদক্ষেপকে ইতিবাচক হিসেবেই দেখছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ওয়াশিংটনের পদক্ষেপ সম্পর্কে বিএনপির অবস্থান জানতে চাইলে প্রতিদিনের বাংলাদেশকে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বাইডেন প্রশাসন বিশ্বে গণতন্ত্রের কথা বলছে। এর অংশ হিসেবে তারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে পদক্ষেপ নিয়েছে। তারা তাদের দায়িত্ব পালন করেছে।’

দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে ২৪ মে যুক্তরাষ্ট্র ভিসানীতি ঘোষণা করে। এ ঘোষণার কয়েক মাস পর শুক্রবার (২২ সেপ্টেম্বর) দেশটির পক্ষ থেকে বলা হয়, গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়া বাধাদানে দায়ী ও জড়িতদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব ব্যক্তির মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ক্ষমতাসীন রাজনৈতিক দল ও বিরোধী দলের সদস্য রয়েছেন।

বিরোধী দলের সদস্যদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫২ বছর পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধ এসেছে। এজন্য বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর কোনো দায় নেই, এককভাবে সরকারই দায়ী।’

কারণ হিসেবে তিনি বলেন, ‘সরকার দেশের নির্বাচনব্যবস্থা একেবারেই ধ্বংস করে দিয়েছে। মানুষের মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে এবং মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। বিরোধী দলের নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। এসব কারণে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে নানা রকম পদক্ষেপ দেখা যাচ্ছে।’

যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কি না প্রশ্নে তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের ভিসানীতি দিয়েছে। কিন্তু সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার পরিবেশ সৃষ্টির জন্য সরকারের অবস্থানের কোনো পরিবর্তন এখনও হয়নি। আসলে এখন সরকার কী করবে, সেটা তাদের ওপর নির্ভর করছে। আর আমরা জনগণকে সঙ্গে নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত রাখব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা