প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ২০:১৫ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪৯ পিএম
ফাইল ছবি
সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবিতে শুক্রবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় দুটি সমাবেশ করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে রাজধানীর আবদুল্লাহপুর পলওয়েল মার্কেটসংলগ্ন ময়দানে ও দক্ষিণ বিএনপির উদ্যোগে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে দুটি সমাবেশ করা হবে।
বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা যায়, সমাবেশ দুটি জুমার নামাজের পর বেলা ৩টায় শুরু হবে। ঢাকা মহানগর উত্তরের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করবেন উত্তরের সদস্য সচিব আমিনুল হক।
ঢাকা মহানগর দক্ষিণের সমাবেশে প্রধান অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। এতে দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করবেন দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।