প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৮ পিএম
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোটের তৃতীয় জাতীয় কংগ্রেস আগামী শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার অনুষ্ঠিত হবে।
বুধবার (২০ সেপ্টেম্বর) জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ সেপ্টেম্বর বিকাল ৩ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও সহ-সভাপতি আফরোজা হক রীনা এমপি উপস্থিত থাকবেন।
সভাপতিত্ব করবেন জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন।