প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৫ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৭ পিএম
সরকারের পতন ঘটাতে বিএনপি ষড়যন্ত্র করছে মন্তব্য করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, ‘আমরা গেল বছর থেকে এমনভাবে রাজপথে আছি যেন আমরাই বিরোধী দলের ভূমিকা পালন করছি। বিএনপি যাতে জনগণের জানমালের ক্ষতি না করতে পারে, মানুষ পুড়িয়ে হত্যা করতে না পারে- সেজন্যই আমাদের এমন ভূমিকা।’
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক জরুরি বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী ২৩ সেপ্টেম্বর রাজধানীতে দলটির শান্তি ও উন্নয়ন সমাবেশ সফল করার লক্ষ্যে এই জরুরি সভার আয়োজন করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য নুরুল আমিন রুহুল, সহ-সভাপতি দিলীপ রায় প্রমূখ।
মির্জা আজম বলেন, ‘বিএনপি বলেছে তাদের টার্গেট হচ্ছে আগামী ৩০ অক্টোবরের মধ্যে তারা সরকারকে টেনে-হিঁচড়ে ক্ষমতা থেকে নামাবে। ১৯৭৫ ও ২০০১ সালের পর বাংলাদেশে যা ঘটেছিল, সরকারের পতন হলে সেরকম অবস্থা হওয়ার আশঙ্কা রয়েছে।’
বিএনপির এক দফা আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে তারা। শেখ হাসিনা যদি ক্ষমতাচ্যুত হন, তাহলে যে সরকারটি ক্ষমতায় আসবে তারা কারা? তারা কি করবে এই বাংলাদেশে?’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা যদি ক্ষমতাচ্যুত হন, তাহলে বাংলাদেশ পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে। বাংলাদেশ তখন আফগানিস্তান বা পাকিস্তান হবে। সেজন্য তারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে রাজপথে মিছিল-মিটিং ও ষড়যন্ত্র করছে সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য। তারা স্বাভাবিকভাবে সরকার পতন ঘটাতে পারবে না। সেজন্য তারা ষড়যন্ত্রের পথ বেছে নিচ্ছে। তাদের নেতাকর্মীরা অস্ত্রসহ ধরা পড়ছে।’
দলের নেতাকর্মীদের উদ্দেশ্য আজম বলেন, ‘বিএনপি আবারও আগুন সন্ত্রাস করতে পারে। সে কারণে আমাদের আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকতে হবে। রাজপথে থেকেই তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমরা গেল বছর থেকে এমনভাবে রাজপথে আছি যেন আমরাই বিরোধী দলের ভূমিকা পালন করছি। বিএনপির যাতে জনগণের জানমালের ক্ষতি না করতে পারে, আর মানুষ পুড়িয়ে হত্যা করতে না পারে সেজন্যই আমাদের এমন ভূমিকা।’
তিনি আরও বলেন, ‘আগামী ২৩ সেপ্টেম্বর সবাইকে সমাবেশে শামিল হতে হবে।’ সমাবেশে দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়ে ব্যানার ব্যবহার না করতে নির্দেশনা দেন তিনি।