× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকার নীলনকশার নির্বাচনের পাঁয়তারা করছে : গণতন্ত্র মঞ্চ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৩ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪১ পিএম

সরকার পদত্যাগের এক দফার দাবিতে এই গণমিছিল অনুষ্ঠিত হয়।  প্রবা ফটো

সরকার পদত্যাগের এক দফার দাবিতে এই গণমিছিল অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

লুটপাট সিন্ডিকেটের স্বার্থরক্ষার জন্য সরকার আরও একবার নীলনকশার নির্বাচনের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গণমিছিল শুরুর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তারা। সরকার পদত্যাগের এক দফার দাবিতে এই গণমিছিল অনুষ্ঠিত হয়।  

এতে সভাপতির বক্তব্যে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘এই সরকার লুটপাটের সিন্ডিকেট করে বাজারে আগুন ধরিয়ে দিয়েছে এবং লুটপাটের মাফিয়া সিন্ডিকেটের স্বার্থ রক্ষা করার জন্য আরও একবার নীলনকশার নির্বাচন করার পাঁয়তারা করছে।’ 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার অধিকার একজন নাগরিকের সাধারণ অধিকার উল্লেখ করে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘এই সরকার নাগরিকের সকল অধিকার হরণ করে বিনা ভোটে ক্ষমতায় রয়েছে। আবারও বিরোধী দলবিহীন নির্বাচন করার ষড়যন্ত্র করছে। জীবন দিয়ে হলেও এই ষড়যন্ত্র প্রতিহত করব।’ 

মানবাধিকার সংগঠন ’অধিকার’-এর সভাপতি আদিলুর রহমান খান ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সাজা প্রসঙ্গে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘এ দেশে কথা বলার কোনো স্বাধীনতা নেই। বিরোধী দল ও সত্য দমন করার জন্য সরকার বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।’ 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের পরিচালনায় গণসমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন।

পরে গণতন্ত্র মঞ্চের মিছিল মতিঝিল শাপলা চত্বর থেকে হাটখোলা সড়ক হয়ে টিকাটুলি গিয়ে শেষ হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা