প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০৭ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১৮ পিএম
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তৃণমূল বিএনপির জাতীয় সম্মেলন ও কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে। প্রবা ফটো
নতুন নেতৃত্ব নির্বাচনে কাউন্সিলে বসেছে বিএনপির সাবেক নেতা প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার হাত ধরে প্রতিষ্ঠিত ‘তৃণমূল বিএনপি’। মঙ্গলবার ১৯ (সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির জাতীয় সম্মেলন ও কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে।
কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমুল হুদার মেয়ে অ্যাডভোকেট অন্তুরা হুদা।
অনুষ্ঠানের শুরুতে মিলনায়তনের বাইরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন অন্তুরা হুদা।
স্বাগত ভাষণে অ্যাডভেকেট অন্তুরা হুদা বলেন, ‘আমাদের মাঝে আজ উপস্থিত আছেন আমার বাবার প্রিয়ভাজন, আমার পিতৃতুল্য, প্রিয় ব্যক্তিত্ব শমসের মবিন চৌধুরী বীরবিক্রম, বিশিষ্ট রাজনীতিবিদ, কূটনীতিক এবং অন্যজন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বিশিষ্ট রাজনীতিবিদ ও বিআরটিসির সাবেক চেয়ারম্যান। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে উনাদের স্বাগত জানাই। উনাদের বলিষ্ঠ নেতৃত্বে ও অভিভাবকত্বে আমাদের দল আরও শক্তিশালী ও গতিশীল হবে।’
২০১৫ সালে ব্যারিস্টার নাজমূল হুদা তৃণমূল বিএনপি প্রতিষ্ঠা করেন। ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন পায়। এর তিনদিন পর ১৯ ফেব্রুয়ারি মারা যান নাজমুল হুদা। তার মৃত্যুর পর ১৬ মে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তার মেয়ে ব্যারিস্টার অন্তরা হুদা চেয়ারম্যান।
তৃণমূল বিএনপির এই কাউন্সিলে বিএনপি থেকে পদত্যাকারী সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও বিএনপি থেকে বহিস্কৃত চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার যোগ নিয়েছেন।
অনুষ্ঠানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, প্রগতিশীল ন্যাপ, গণআজাদী লীগ, গণআজাদী লীগ, সনাতন পার্টি, হিউম্যানিস্ট পার্টি, মানবাধিকার আন্দোলন, ইসলামী গণতান্ত্রিক লীগ, জনতা ফ্রন্ট, ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি ও জাতীয় মুক্তি দলের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন তৃণমূল বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান আলী আক্কাস খান। দলটি মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর শেখ হাবিবুর রহমান যুক্তরাষ্ট্রে থাকায় তার একটি বার্তা পড়ে শোনানো হয়।
কাউন্সিলের উদ্বোধন অনুষ্ঠানে প্রয়াত নাজমুল হুদার একটি ভিডিও তথ্যচিত্র উপস্থাপন করা হয়।
সকাল থেকে মিলনায়তনের বাইরে বিভিন্ন স্থান থেকে তৃণমূল নেতারা সমবেত হন। তারা রেজিস্ট্রেশন বুথে নাম তালিকা ভুক্ত করে মিলনায়তনে প্রবেশ করেন।
তৃণমূল বিএনপির নেতারা জানান, ৬৪ জেলা থেকে তৃণমূল বিএনপির নেতারা যোগ দিয়েছে।