× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনে জয় পেতে ডিসি-এসপিদের নিজ এলাকায় আনা হচ্ছে : মির্জা ফখরুল

রাজশাহী অফিস

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২১:১০ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৫০ পিএম

রাজশাহী নগরীতে ‘তারুণ্যের রোডমার্চ’ কর্মসূচির সমাপনী সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

রাজশাহী নগরীতে ‘তারুণ্যের রোডমার্চ’ কর্মসূচির সমাপনী সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেতে ডিসি-এসপিদের মনমতো নিজ এলাকায় নিয়ে আসা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এলাকার এক ওসি বলেছে, তাকে নিয়ে আসা হয়েছে নির্বাচন করার জন্য। তিনি বলেছেন, আমাকে আনা হয়েছে মন্ত্রীর নির্বাচন করার জন্য। মন্ত্রী যা বলবেন আমি তাই শুনব। আজকে সারা দেশে এ রকম একটা পরিকল্পনা করা হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের মানুষ এই পরিকল্পনাকে নস্যাৎ করে দেবে।’

রবিবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহী নগরীর লালন শাহ মুক্তমঞ্চ-সংলগ্ন সড়কে রাজশাহী বিভাগের ‘তারুণ্যের রোডমার্চ’ কর্মসূচির সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া ও নওগাঁয় পথসভা শেষে সন্ধ্যা ৭টায় তিনি রাজশাহীর এই সমাবেশে যোগ দেন।

‘জাগছে তরুণ, জাগছে দেশ, টেক ব্যাক বাংলাদেশ’এই স্লোগানকে সামনে রেখে ভোটাধিকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে বিএনপির তিন অঙ্গসংগঠনযুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই কর্মসূচির আয়োজন করেছে। নওগাঁ থেকে রাজশাহী পর্যন্ত প্রায় ১৫০ কিলোমিটার দীর্ঘ এই ‘তারুণ্যের রোডমার্চ’ কর্মসূচিতে রাজশাহীসহ চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জের বিপুলসংখক নেতাকর্মী অংশ নেন।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ’রাষ্ট্রের স্তম্ভ বিচার বিভাগ, প্রশাসন, পার্লামেন্ট সবকিছুকে তারা নষ্ট করে দিয়েছে। এই সরকার দেশকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। এটা করতে গিয়ে আওয়ামী লীগ গণতন্ত্রের কর্মীদের গুম করেছে, হত্যা করেছে, মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছে। দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। এই সরকারকে পদত্যাগ করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’

তিনি দাবি করে বলেন, ’অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন। অন্যথায় সব দায়-দায়িত্ব হাসিনা সরকার ও হাসিনাকে নিতে হবে।’

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ’যারা তরুণ, যারা যুবক, তাদের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। এখন আপনাদের দায়িত্ব এসেছে এ দেশ রক্ষা করার। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল যে আন্দোলন শুরু করেছে, সেই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ১৮ সেপ্টেম্বর পরবর্তী আন্দোলনের ঘোষণা করা হবে। নির্বাচন নিয়ে পাতানো খেলা খেলতে চায় সরকার। এই খেলায় অংশ নেবে না বিএনপি।’

রাজশাহীর সমাবেশে সভাপতিত্ব করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা