প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১০ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫৩ পিএম
আদম তমিজি হক। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে দলীয় শৃঙ্খলাবিরোধী কথাবার্তা
ও পাসপোর্ট পুড়িয়ে ফেলার কারণে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হচ্ছেন হক গ্রুপের ব্যবস্থাপনা
পরিচালক আদম তমিজি হক।
সম্প্রতি
ফেসবুক লাইভে এসে পাসপোর্ট পুড়িয়ে ফেলেন ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে অসংলগ্ন
কথা বলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য আদম তমিজি হক। শনিবার (১৬ সেপ্টেম্বর)
সন্ধ্যায় ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
আদম তমিজি হকের এমন কর্মকাণ্ডে বিব্রত হয়েছে আওয়ামী লীগ। ফেসবুক লাইভে এসে পাসপোর্ট
পোড়ানোর ঘটনায় আওয়ামী লীগকে বিব্রতকর অবস্থায় ফেলেছে বলে মনে করেন দলটির নেতারা। এ
ঘটনায় ক্ষুব্ধ দলের হাইকমান্ড। এরই মধ্যে ঢাকা মহানগর উত্তরের দায়িত্বশীল নেতাদের
তাকে সরাসরি বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো সময় তাকে বহিষ্কারের বিজ্ঞপ্তি পাঠানো হতে পারে বলে দলটির দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে নিয়ে আদম তমিজি হকের ফেসবুক স্ট্যাটাস ও লাইভ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। রাসেলের বিরুদ্ধে সম্পত্তি ও টাকা আত্মসাতের অভিযোগ আনেন তমিজি হক। একই সঙ্গে ফেসবুকের লাইভে এসে তিনি আর দেশে থাকতে চান না—এমন কথা উল্লেখ করে প্রকাশ্যে পাসপোর্ট পোড়ান।
বিষয়টি
নিয়ে রবিবার ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এসএ মান্নান কচির
বাসায় জরুরি বৈঠকে বসেন উত্তরের নেতারা।
এ
প্রসঙ্গে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রতিদিনের বাংলাদেশকে
বলেন, ‘এরই মধ্যে আদম তমিজি হককে সংগঠন
থেকে সরাসরি বহিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। যিনি প্রকাশ্যে বাংলাদেশের পাসপোর্ট
পোড়াতে পারেন, তিনি তো দেশের নাগরিক থাকতে পারেন না। এজন্য তাকে সরাসরি বহিষ্কার করার
নির্দেশ দেওয়া হয়েছে।’
এদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, ‘আজকে কচি ভাইসহ আমরা ১০-১২ জন নেতা তার বাসায় বসেছিলাম। কাদের ভাই সিঙ্গাপুরে। তিনি এলে দেখা করে অনুমতি নিয়ে ব্যবস্থা নেব।’