পিরোজপুর প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১৫ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪৫ পিএম
পিরোজপুর সদর উপজেলা চত্ত্বরে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। প্রবা ফটো
উন্নয়ন, সমৃদ্ধি ও সাম্প্রদায়িক
সম্প্রীতি চাইলে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই বলে মনে করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘উন্নয়ন ও সমৃদ্ধি চাইলে শেখ হাসিনা সরকারকে আবার নির্বাচিত করবেন।
আর যদি জঙ্গীদের উত্থান, দুর্নীতির উত্থান চান তাহলে ভিন্ন শিবিরে যাবেন। আপনার সন্তানের
সুনিশ্চিত ভবিষ্যৎ এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন, না-কি দেশকে পেছনের দিকে নিয়ে
যাবেন, সে সিদ্ধান্ত আপনাদের।’
রবিবার
(১৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর সদর উপজেলা চত্ত্বরে আয়োজিত উন্নয়ন মেলা ও উপজেলা
অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী
বলেন, ‘পদ্মা সেতুসহ সব উন্নয়নের বার্তা
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও দলীয় নেতারা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিবেন। কারণ
অনেক মানুষ এখনও এসব উন্নয়নের ব্যাপারে জানে না। তাদেরকে বোঝানো দরকার শেখ হাসিনা স্থানীয়
সরকারকে শক্তিশালী করে সাজিয়েছেন। সুবিধাবঞ্চিতদের জন্য নানাবিধ ভাতার ব্যবস্থা করেছেন।’
তিনি
আরও বলেন, ‘পিরোজপুরবাসী উন্নয়ন, সমৃদ্ধি
এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে থাকবে বলে আমি বিশ্বাস করি। আধুনিক বাংলাদেশ বিনির্মাণের
পক্ষে থেকে সরকারের হাতকে শক্তিশালী করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ
বিনির্মাণে যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়নে সরকারের পাশে থেকে সহযোগিতা করবেন।’
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জাহেদুর রহমান। এতে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী
কর্মকর্তা আহামেদ সাব্বির সাজ্জাদ, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মুকিদ হাসান খান, জাতীয়
গোয়েন্দা সংস্থার যুগ্ম-পরিচালক আব্দুল কাদের প্রমুখ।
এর আগে মন্ত্রী দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন। মেলায় ১১টি স্টলের স্থান পায়। সকালে নাজিরপুর উপজেলা চত্ত্বরে একই কর্মসূচি উদ্বোধন ও আলোচনায় অংশ নেন।