কুষ্টিয়া প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪৩ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৬ পিএম
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। প্রবা ফটো
বিএনপি
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচনে আসার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের যুগ্ম
সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সরকার পতনের আন্দোলনের খেলা বন্ধ করে নির্বাচন
কীভাবে করা যায় সেদিকে মনোনিবেশ করলেই ভালো। কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান
অনুযায়ী যথাসময়েই হবে। নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে রাজনৈতিক ভুল সিদ্ধান্ত হবে।
এতে দলটি রাজনৈতিক সংকটে পড়বে।
রবিবার
(১৭ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়
শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
হানিফ
বলেন, মির্জা ফখরুল সাহেবরা গত দুই বছর ধরেই সরকার পতনের আন্দোলন করে যাচ্ছেন। প্রতি
মাসেই তারা বলেন, আর এক মাসের মধ্যেই সরকারের পতন হয়ে যাবে। এক মাস, এক মাস করতে করতে
চব্বিশ মাস পার হয়ে গেছে। এখন তো নির্বাচনের তফসিল ঘোষণার সময় হয়ে আসছে। তবুও আওয়ামী
লীগ সরকার বহাল তবিয়তে আছে এবং বহাল তবিয়তেই থাকবে।
বিএনপির
নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপি একটি নিলর্জ্জ দল। তারা মিথ্যাচার
করে জনগণকে বিভ্রান্ত করছে। বিএনপির জন্ম হচ্ছে মিথ্যার ওপর ভিত্তি করে। তাই প্রতিটা
বাক্যে বিএনপির মিথ্যাচার করছে।
এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।