× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ‘তারুণ্যের রোডমার্চে’ মির্জা ফখরুল

হাটে, মাঠে, গ্রামে, সব জায়গায় প্রতিরোধ গড়ে তুলতে হবে

বগুড়া অফিস

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪২ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৯ পিএম

বগুড়ায় ‘তারুণ্যের রোডমার্চ’ কর্মসূচি উপলক্ষে আয়োজিত পথসভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

বগুড়ায় ‘তারুণ্যের রোডমার্চ’ কর্মসূচি উপলক্ষে আয়োজিত পথসভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ জেগে উঠেছে। সব রাজনৈতিক দল এক হয়েছে। আমাদের জেগে উঠতে হবে। আমাদের অধিকার আদায় করে নিতে হবে। সেজন্য এদের (সরকার) বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রাজপথে দাঁড়াতে হবে। হাটে, মাঠে, গ্রামে, সব জায়গায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা আমাদের সব কিছু কেড়ে নিতে চায়, তাদের পরাজিত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া সদরের এরুলিয়া এলাকায় রাজশাহী বিভাগের ‘তারুণ্যের রোডমার্চ’ কর্মসূচি উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পথসভা শেষে রোডমার্চটি বগুড়ার সান্তাহারের উদ্দেশে রওনা হয়।

সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির তিন অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই কর্মসূচির আয়োজন করেছে। নওগাঁ থেকে রাজশাহী পর্যন্ত প্রায় ১৩০ কিলোমিটার দীর্ঘ এই ‘তারুণ্যের রোডমার্চ’ কর্মসূচিতে বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জের বিপুল সংখক নেতাকর্মী অংশ নিয়েছেন। 

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সুষ্ঠু ভোট হবে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘হাসিনা তুমি পদত্যাগ করো। তুমি সরকারে থাকলে কোনো দিন নির্বাচন সুষ্ঠু হবে না। তাই সংসদ বিলুপ্ত করতে হবে। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’

২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ওই দুটি নির্বাচনে তারা চুরি (ভোট) করেছে – ইতঃপূর্বে আমরা বলেছি। অনেকে আমাদের কথা বিশ্বাস করতে চায়নি। এখন সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করে– বাংলাদেশে ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচন হয়নি।’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার ভোট চুরির পাঁয়তারা করছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘বিরোধীদলগুলো যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য তারা আগেই মিথ্যা মামলা দেওয়া শুরু করেছে। ৪০ লাখ লোকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তবে জনগণ এবার তাদের আর ভোট চুরির সুযোগ দিবে না।’

নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এবার কি ওরা ভোট চুরি করতে পারবে? করতে দিবেন? এবার যদি জনগণ ঠিকঠাক মতো ভোট দিতে না পারে তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।’

সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যা করতে চায় অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘তারা দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করেছে। তাকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে। সরকার তার চিকিৎসার কোনো ব্যবস্থা করছে না। ডাক্তাররা বলেছে তাকে বাঁচাতে হলে তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করা প্রয়োজন। আর সেটা বিদেশ ছাড়া সম্ভব নয়। বার বার তাকে (প্রধানমন্ত্রী) বলা হয়েছে। পরিবার থেকে বলা হয়েছে, আমরাও বলেছি। কিন্তু তিনি শুনতে রাজি নন।’

তিনি বলেন, ‘সাঈদী সাহেবকে (মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত প্রয়াত জামায়াত নেতা) জেলে ঢুকিয়ে হাসপাতালে মেরে ফেলা হয়েছে। খালেদা জিয়াকেও সেই উদ্দেশ্যে আটকে রাখা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অন্যথায় সব দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ওরা আবার ভোট চুরির পাঁয়তারা করছে। ওদের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরাই নন, তাদের অনুগত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন, লুটেরা ব্যবসায়ী এবং বিচার বিভাগের একটি অংশ। এদের কাউকে ছাড় দেওয়া যাবে না। এদের ওপর চোখ রাখুন। এদের তালিকা করুন। প্রত্যেকটি জেলায় জেলায় এদের তালিকা করতে হবে।’

পথসভায় সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। আরও বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রহুল কুদ্দুস তালুকদার দুলু, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা