× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির সমাবেশে মির্জা ফখরুল

নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য বছরের শ্রেষ্ঠ কৌতুক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫২ পিএম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪০ পিএম

শুক্রবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে সমাবেশে। প্রবা ফটো

শুক্রবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে সমাবেশে। প্রবা ফটো

নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে বছরের শ্রেষ্ঠ কৌতুক আখ্যায়িত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন।

বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দেওয়ার প্রতিবাদে এবং আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফার দাবিতে এই সমাবেশ হয়। 

বৃহস্পতিবার সংসদের ২৪তম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আজকে যখন সুষ্ঠুভাবে আমরা নির্বাচন করছি, তখনোই নির্বাচন নিয়ে প্রশ্ন করা, এর অর্থটা কী? দেশ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, তখন নির্বাচন নিয়ে প্রশ্ন কেন?’

এ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, ভালো ভালো নির্বাচন করি। অথচ দেশে-বিদেশে প্রশ্ন করে, ভালো নির্বাচন হয় না। এটাই হচ্ছে জোক অব দ্য ইয়ার, বছরের শ্রেষ্ঠ কৌতুক। হাসিনার এ কথায় ঘোড়ায়ও হাসে। এই হচ্ছে অবস্থা।’ 

তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমানসহ দলের অসংখ্য নেতাকর্মী জেলখানায় আছেন, অনেকের নামে মামলা রয়েছে বলে উল্লেখ করেন। 

মির্জা ফখরুল কারণ হিসেবে বলেন, ’সামনে নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে যে আন্দোলন চলছে তাতে যেন বিরোধী দলের নেতারা অংশগ্রহণ করতে না পারে, এজন্য মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।‘ 

তিনি প্রশ্ন রেখে বলেন, ’এজন্য কি মহানগরের সমাবেশে লোক আসা বন্ধ রয়েছে? প্রতিটি কর্মসূচিতে মানুষ ঝাঁকে ঝাঁকে ও লাখে লাখে আসছে একটি মাত্র দাবি নিয়ে। তা হচ্ছে, এই সরকারের পদত্যাগ।’

বিএনপি রমহাসচিব বলেন, ’সরকার জনগণকে বোকা বানাতে চায়। দ্রব্যমূল এত বেড়েছে যে মানুষ দুমুঠো ভাত মুখে তুলতে পারে না। বিদ্যুৎ-তেলের দাম বাড়তির দিকে। সেদিকে তাদের খেয়াল নেই। একটি মাত্র খেয়াল তাদের- ক্ষমতায় টিকে থাকতে হবে। শোষণ করতে হবে।’ 

তিনি প্রশাসনে ব্যাপক রদবদলের কথা উল্লেখ করে বলেন, ’ডিসি-এসপিদের বদলি করে তাদের মতো করে সাজানো হচ্ছে। নির্দেশ দিয়েছে- যেখানে যত পার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দাও। মামলা নেই এ রকম নেতাকর্মী বিএনপিতে নেই ‘ 

বৃহস্পতিবার গণভবনে প্রথমবারের মতো আয়োজিত স্থানীয় সরকার দিবসের অনুষ্ঠান হয়। সেখানের সারা দেশ থেকে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেন। 

বিষয়টি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ’শেখ হাসিনা স্থানীয় সরকারের প্রতিনিধিদের বলেছেন, ভোট হবে। ভোটে লোকজন আনতে হবে। ২০১৪ সালে ভোট করেছেন। দেখা গেছে, ভোট কেন্দ্রে ভোটার নাই, কুত্তা শুয়ে আছে। শফিউল আলম প্রধান বলেছিলেন, কুত্তা মার্কা নির্বাচন। ২০১৮ সালে তো আগের রাতেই ভোট শেষ হয়ে গেছে।’ 

তিনি যুক্তরাষ্ট্র ও ভারতের দুটি পত্রিকার লেখা উদ্ধৃত করে বলেন, ’তারা বলছে বাংলাদেশের গণতন্ত্র এখন লাইফ সাপোর্টে। তারপর তাদের (সরকার) বোধোদয় হয় না। দৌড়াদৌড়ি করে সেলফি তুলছে।’

বর্তমান সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার ডাক এসেছে দাবি করে বলেন, ’এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না। নির্বাচন হবে না।’ 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা