প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৪ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০৭ পিএম
‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্র’-এর বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকাল থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এই সমাবেশ হচ্ছে। এতে প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিন জুমার নামাজের পর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসেন তারা। সমাবেশে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও যোগ দিয়েছেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা।