প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:২৭ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:২০ পিএম
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লোগো। ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতি বলা হয়, শুক্রবার বিকাল ৩টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সংগঠনের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, ’ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মুন্নাফীর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।’