× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধ সরকারের অস্তিত্ব রক্ষার জন্যই নতুন সাইবার আইন : মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:০৮ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩২ পিএম

মির্জা ফখরুল ইসলাম। ফাইল ছবি

মির্জা ফখরুল ইসলাম। ফাইল ছবি

সরকার গণ-আন্দোলন গড়ে ওঠার শঙ্কায় নিজের অস্তিত্ব রক্ষার জন্য সাইবার নিরাপত্তা আইনের মতো একটি জুলুম আইন তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলেন তিনি। 

বুধবার জাতীয় সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের আপত্তির মুখে সাইবার নিরাপত্তা বিল পাস হয়। 

নতুন এই আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আগের ডিজিটাল অ্যাক্টের চেয়েও সাইবার আইনে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে। বিনা পরোয়ানায় গ্রেপ্তার ও তল্লাশির মতো ধারা এই আইনকে বিরুদ্ধমত দমনে এক বিপজ্জনক অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে। এ ছাড়া ডিজিটাল মাধ্যম থেকে তথ্য-উপাত্ত অপসারণ ও ব্লক করার ক্ষমতা দেওয়া হয়েছে। সুতরাং এই আইনের অপপ্রয়োগ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ডিজিটাল নিরাপত্তা আইনে বিতর্কিত ধারাগুলো সাইবার নিরাপত্তা বিলে প্রায় সব একইভাবে রাখা হয়েছে। এটি নতুন বোতলে পুরোনো মদ। এই বিল পাসের সঙ্গে সঙ্গে মানুষের মনে গভীর উদ্বেগ রয়েই গেল।’

তিনি মনে করেন, ‘সত্য প্রকাশের দায়ে প্রতি মুহূর্তে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকে কেবলমাত্র নিষেধাজ্ঞার খড়গের নিচেই থাকতে হবে না, পাশাপাশি সাধারণ মানুষও নানাভাবে হয়রানি ও জুলুমের শিকার হবে। গণতন্ত্রকে আরও বেশি সংকুচিত করার জন্যই এই আইন পাস করা হয়েছে। ম্যান্ডেটবিহীন আওয়ামী সরকার গোটা জাতিকে বোবা বানানোর জন্যই একের পর এক গণবিরোধী কালো আইন প্রণয়ন করছে। নির্বাচনের প্রাক্কালে সাইবার সিকিউরিটি অ্যাক্টের ন্যায় কণ্ঠরোধের এই আইন ব্যাপকভাবে গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হবে। অবৈধ সরকার ব্যাপক গণ-আন্দোলন গড়ে ওঠার শঙ্কায় নিজের অস্তিত্ব রক্ষার জন্যই সাইবার সিকিউরিটি অ্যাক্টের ন্যায় জুলুমের আইন তৈরি করেছে। আমি এই কালো আইনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোসহ অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।’

তিনি সাইবার নিরাপত্তা আইনে কারাদণ্ড ও জরিমানার কথা উল্লেখ করে বলেন, ‘যেকোনো মুক্তচিন্তা ও সত্য প্রকাশের জন্য প্রতিটি নাগরিককে অন্তত ২৫ লাখ টাকা মজুদ ও গ্রেপ্তার, হয়রানি ও কারাদণ্ডের ঝুঁকি নিতে হবে। এই আইন বিরোধী দল ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী ব্যক্তির বিরুদ্ধে বিকৃত ব্যবহার হওয়ার আশঙ্কা রয়েছে।’

মির্জা ফখরুল এই আইনের নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানান। 

বিএনপি মহাসচিব অপর এক বিবৃতিতে মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, পরিচালক এএসএম নাসির উদ্দিনকে দুই বছরের কারাদণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি অবিলম্বে মামলা প্রত্যাহার করে  তাদের সাজা বাতিলের আহ্বান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা