× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এ বছরই আওয়ামী লীগ সরকার বিদায় নেবে : আলতাফ চৌধুরী

বরিশাল অফিস

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৮ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪৪ পিএম

সমাবেশ শেষে জনসচেতনামূলক লিফলেট বিতরণ করেন বিএনপি নেতাকর্মীরা। প্রবা ফটো

সমাবেশ শেষে জনসচেতনামূলক লিফলেট বিতরণ করেন বিএনপি নেতাকর্মীরা। প্রবা ফটো

এ বছরই তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং বর্তমান আওয়ামী লীগ সরকার বিদায় নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। 

তিনি বলেন, 'নিরপেক্ষ নির্বাচন দিতে সরকার ব্যর্থ হয়েছে বিধায় আমরা তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছি। তত্ত্বাবধায়ক সরকার আসতেছে, এ বছরই তত্ত্বাবধায়ক সরকার আসবে, এ বছরই বর্তমান সরকার বিদায় নেবে। তারপর লেভেল প্লেয়িং ফিল্ডে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে।'

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরের সদর রোডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের সঙ্গে জনসচেতনামূলক লিফলেট বিতরণের আগে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আলতাফ চৌধুরী বলেন, বর্তমান সরকারের সমস্যা হচ্ছে, তারা বাঘের পিঠে উঠেছে। চলতেও পারছে না, নামতেও পারছে না। বাংলাদেশের ইতিহাসে, সমাজব্যবস্থায়, রাজনীতিতে ডিফেন্স একটি বড় ভূমিকা পালন করে। বাংলাদেশের ডিফেন্স যেদিকে কাত হয়, দেশ সেদিকে কাত হয়। বাংলাদেশের ডিফেন্স এখন বিএনপির দিকে কাত হয়েছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ওনারা (আওয়ামী লীগের নেতারা) কি বলছে এটি বড় কথা না, ওনারা পালানোর রাস্তা খুঁজছে। এ সরকার যত দ্রুত যায়, ততই দেশের জন্য মঙ্গল।

লিফলেট বিতরনের আগে মহানগর বিএনপির আয়োজনে সদররোডস্থ দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। সমাবেশে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, আলহাজ্ব এবায়েদুল হক চাঁনসহ অন্যান্য নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা