× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিম-মাংস গরিবের জন্য হারাম হয়ে গেছে : মেনন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৬ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩৩ পিএম

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। প্রবা ফটো

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। প্রবা ফটো

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দামের কারণে ডিম, মাংস ও মুরগি গরিব মানুষের জন্য হারাম হয়ে গেছে। মানুষের মনে অনেক ক্ষোভ আছে।

তিনি বলেন, ‘সবার খাবার বাজেট কমে গেছে। পত্রিকায় এসব নিয়ে লিখছে খুব ভালোভাবে কিন্তু আমরা কি এগুলো নিয়ে লড়াই করতে পেরেছি। ক্ষেত-মজুরের লড়াই থাকলে সাম্প্রদায়িকতা থাকে না, থাকবে না। এ সংগঠনের সংগ্রামী ইতিহাস আছে, রয়েছে শহীদের তালিকা, লড়াই সংগ্রামের দীর্ঘ ঐতিহ্য। তাদেরই এসব নিয়ে কথা বলতে হবে।’  

শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলাদেশ ক্ষেত-মজুর ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

এ সময় তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, বাংলাদেশে এমন সরকার চায় যুক্তরাষ্ট্র, যারা তাদের কথা শুনবে। নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত যতটা গর্জাচ্ছে, ততটা বর্ষাবে না। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সচিব থেকে ওসি পর্যন্ত অনেকের বাড়ি আছে। তাদের আটকাবে বলেই যুক্তরাষ্ট্র ভিসানীতি চালু করেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন জামায়াতকে ন্যায্যতা দিচ্ছে, ইইউ প্রতিনিধিদলের জামায়াতের সঙ্গে বৈঠক তারই প্রমাণ।

তিনি বলেন, ‘মানুষ নিজের জীবন চালাতে পারে না তাই ছেলেমেয়েকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়। এটা আমার জীবনের অভিজ্ঞতা। আবার এদিকে ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে, সরকার নির্বিকার। মানুষ মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল দেখছে অন্যদিকে তাদের সংকটও দেখছে।’

ক্ষেত-মজুরদের নিয়ে তিনি বলেন, কোভিডকালে এই কথাগুলো বেশি এসেছে এখন কামলাও পাওয়া যায় না। তাই প্রধানমন্ত্রী ছাত্রদের আহ্বান জানান তোমরা গিয়ে ধান কেটে নিয়ে আসো, ছাত্র সংগঠনের কর্মীরা কেটে আনে। এটাই কি বাস্তবতা? সেই সময়ের দ্রব্যমূল্য টাকার পরিমাণ আর এখন টাকার পরিমাণ মিলিয়ে দেখি আমরা। আগে তারা এই টাকা দিয়ে যা কিনতে পারত, এখন যা পারে সেখানে খুব একটা পরিবর্তন আছে বলে মনে করি না।

সম্মেলনে ক্ষেত-মজুর ইউনিয়ন ১২টি দাবি তুলে ধরে। সেগুলো হলো- ষাটোর্ধ্ব ক্ষেত-মজুরসহ শ্রমজীবীদের জমাবিহীন পেনশন ৫ লাখ টাকা ও মাসিক ৫ হাজার টাকা সর্বজনীন পেনশন চালু করা, ক্ষেত-মজুরসহ শ্রমজীবীদের পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করা, ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা ও সারা বছরে কাজের ব্যবস্থা করা, খাসজমি ভূমিহীন-ক্ষেত-মজুরদের সরকারি আইন মোতাবেক বণ্টনের ব্যবস্থা করা, ক্ষেত-মজুরসহ বাস্তুহীন ও নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের বাসস্থানের ব্যবস্থা করা, মৎস্যজীবীদের জীবন বাঁচাতে জলাশয়, নদী, হাওর-বাঁওড়, খাল-বিলে মাছ ধরার অধিকারসহ শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা ও তাদের ছেলেমেয়েদের শিক্ষা ভাতা চালু করতে হবে, সামাজিক নিরাপত্তার কর্মসূচির সংখ্যা ও ভাতা বৃদ্ধি করতে হবে ও কৃষি শ্রমিকদের শ্রম আইন বাস্তবায়ন করতে হবে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা