× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসুস্থতার কারণে সংসদ থেকে ছুটি নিলেন খন্দকার মোশাররফ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ২১:২৭ পিএম

ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। সংগৃহীত ছবি

ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। সংগৃহীত ছবি

অসুস্থতার কারণে জাতীয় সংসদ থেকে ৯০ দিনের ছুটি নিয়েছেন ফরিদপুর সদর আসনের (ফরিদপুর-৩) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। গুরুতর অসুস্থ হয়ে তিনি বর্তমানে সুইজারল্যান্ডের জুরিখে অবস্থান করছেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু কার্যপ্রণালী বিধি অনুযায়ী খন্দকার মোশাররফের ছুটির আবেদনটি পড়ে শোনান।

চিঠিতে তিনি উল্লেখ করেন, ব্যাকপেইন, অনিয়ন্ত্রিত ডায়বেটিস, উচ্চ রক্তচাপসহ নানান শারীরিক জটিলতায় ভুগছি। সংসদ কার্যপ্রণালী বিধির ১৭৯ এর ২ বিধি অনুসারে ৯ জুলাই থেকে পরবর্তী ৯০ বৈঠক দিবস সংসদে অনুপস্থিতির ছুটি মঞ্জুর প্রার্থনা করছি। পরে আবেদনটি সংসদ সদস্যদের ‘হ্যাঁ’ ভোটে মঞ্জুর হয়।

সর্বশেষ ২০২১ সালের ৪ এপ্রিল সংসদ অধিবেশনে যোগ দেন মোশাররফ। সেটা ছিল একাদশ জাতীয় সংসদের ১২তম অধিবেশন। মাত্র ৩ দিনের জন্য ওই অধিবেশন বসে।

এমপি পদ বাতিল সম্পর্কে সংবিধানের ৬৭ ধারায় বলা হয়েছে, কোনো সংসদ সদস্যের আসন শূন্য হইবে, যদি (ক) তাহার নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে ৯০ দিনের মধ্যে তিনি তৃতীয় তফসিলে নির্ধারিত শপথ গ্রহণ বা ঘোষণা করিতে ও শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করিতে অসমর্থ হন; তবে শর্ত থাকে যে, অনুরূপ মেয়াদ অতিবাহিত হইবার পূর্বে স্পিকার যথার্থ কারণে তাহা বর্ধিত করিতে পারিবেন। (খ) সংসদের অনুমতি না লইয়া তিনি একাধিক্রমে ৯০ বৈঠক-দিবস অনুপস্থিত থাকেন (গ) সংসদ ভাঙিয়া যায় (ঘ) তিনি এই সংবিধানের ৬৬ অনুচ্ছেদের (২) দফার অধীন অযোগ্য হইয়া যান অথবা (ঙ) এই সংবিধানের ৭০ অনুচ্ছেদে বর্ণিত পরিস্থিতির উদ্ভব হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা