× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোবেলজয়ী হোক আর যেই হোক, আইন সবার জন্য সমান : শেখ পরশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ১৯:৪৩ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ২০:৫৯ পিএম

বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে ‘১৫ই আগস্টের শহীদদের স্মরণে অনুষ্ঠানে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে ‘১৫ই আগস্টের শহীদদের স্মরণে অনুষ্ঠানে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। ছবি : সংগৃহীত

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিত করতে বিশ্বের বিভিন্ন স্তরের দেড় শতাধিক ব্যক্তির দেওয়া বিবৃতি প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, “আমাদের বিচারব্যবস্থা স্বাধীন, বিচারালয়ের যে রায় হয়, সেই রায়ের বিরুদ্ধে তারা কীভাবে হস্তক্ষেপ করে? তাদেরকে কি সভ্যতার এবিসিডি স্মরণ করিয়ে দিতে হবে? আইন তো সবার জন্যই সমান, সে নোবেল জয়ী হোক আর যেই হোক।”

বুধবার (৩০ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের স্মরণে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।

শেখ ফজলে শামস পরশ বলেন, ‘সরকারকে ব্যর্থ প্রমাণের জন্য ১/১১ এর কুশীলবরা সোচ্চার। অন্যদিকে বিএনপি-জামায়াতের মিথ্যাচার। যারা সুদখোর, যারা ট্যাক্স ফাঁকি দেয়, যারা গরিবের টাকা আত্মসাৎ করে, এসবের বিচার করতে গেলে তাদের বিদেশি প্রভুরা চিঠি দেয়। দেশের অভ্যন্তরীণ ব্যাপারে ন্যাক্কারজনক হস্তক্ষেপ করা কোন সভ্যতা? যারা সভ্যতার ছবক দেয়। তারা আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে কীভাবে ন্যাক্কারজনকভাবে হস্তক্ষেপ করে।’ 

তিনি বলেন, ‘নোবেলজয়ী হবেন আর শ্রমজীবী মানুষকে ঠকাবেন। নোবেলজয়ী হবেন আর দেশের ট্যাক্স ফাঁকি দিবেন, এটাতো হতে পারে না। নোবেলজয়ীর জন্য কি অন্যরকম আইন বাংলাদেশে? সুতরাং আমি ওই সব সভ্য সমাজের প্রবর্তক এবং বিবেকবান মানুষদের বলব শিষ্টাচার রক্ষা করেন। সব ব্যাপারে হস্তক্ষেপ করার চেষ্টা করবেন না।’

মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘পদ্মা সেতু নিয়ে যে ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রের সঙ্গে বিএনপি-জামাতের পাশাপাশি আরেকটি নাম জড়িত ছিল, সেই লোকটি হলো ড. ইউনুস। তারা ষড়যন্ত্র করে সফল হয়েছিল। বিশ্বব্যাংক আমাদের টাকা দেয়নি। কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সব ষড়যন্ত্রকে মোকাবিলা করে আমাদের নিজেদের অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করেছেন। সেই বিএনপি-জামায়াত ড. ইউনুসকে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করছে।’

মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ড. ইউনুস কীভাবে বাংলাদেশের সূর্য সন্তান হোন? যিনি স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে বাঁধা প্রধান করেছেন, যিনি এদেশের গরীব মানুষের কাছ থেকে সুদ খান, সুদের টাকা না দিতে পারলে তাদের ঘরবাড়ি ভেঙ্গে নিয়ে গেছেন, তিনি কীভাবে দেশের সূর্য সন্তান হয়? এখন পরিষ্কার বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের মূলনায়ক বিএনপি-জামাতসহ ড. ইউনুস।’

এ সময় যুবলীগের কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা